Apan Desh | আপন দেশ

রাবিতে বিশ্ব ডিএনএ দিবস পালিত 

রাবি প্রতিনিধি 

প্রকাশিত: ১৩:১৬, ২৬ এপ্রিল ২০২৫

রাবিতে বিশ্ব ডিএনএ দিবস পালিত 

ছবি : আপন দেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগ এক আনন্দঘন পরিবেশে বিশ্ব ডিএনএ দিবস পালন করেছে। শুক্রবার (২৫ এপ্রিল) বিভাগের উদ্যোগে জাঁকজমকভাবে উক্ত দিবসটি উদযাপন করা হয়। 

এদিনের কার্যক্রম শুরু হয় র‍্যালি দিয়ে, যেখানে শিক্ষার্থীরা ডিএনএ সম্পর্কিত বার্তা সম্বলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করেন। এ র‍্যালি দিয়ে ডিএনএ এর গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানভিত্তিক আগ্রহ সৃষ্টির চেষ্টা করা হয়।

বিভাগের পক্ষ থেকে রোববার (২৭ এপ্রিল) কুইজ প্রতিযোগিতা এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে। কুইজে শিক্ষার্থীরা ডিএনএ এর গঠন, কাজ এবং এর বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ সম্পর্কে তাদের জ্ঞান যাচাই করবেন। অন্যদিকে, আলোচনা সভায় ডিএনএ এর আধুনিক গবেষণা, রোগ নির্ণয়, জিন থেরাপি, কৃষি ও পরিবেশের উপর এর প্রভাব নিয়ে বিশদ আলোচনা করবেন শিক্ষক এবং গবেষকরা।

রাবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের জন্য বিশ্ব ডিএনএ দিবস একটি বিশেষ তাৎপর্য বহন করে। ডিএনএ হলো জীবনের মৌলিক ভিত্তি এবং বংশগতির ধারক। এ অণুর জ্ঞানই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়োটেকনোলজির মতো গুরুত্বপূর্ণ শাখাগুলোর মূল ভিত্তি স্থাপন করেছে, যা মানবকল্যাণে অসামান্য অবদান রেখে চলেছে। বিভাগ নিয়মিতভাবে শিক্ষাদান ও গবেষণার পাশাপাশি এ ধরনের দিবস পালনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানভিত্তিক আগ্রহ সৃষ্টি এবং জ্ঞান অর্জনে উৎসাহিত করে।

কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভাটি নিঃসন্দেহে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য একটি মূল্যবান অভিজ্ঞতা হবে এবং ডিএনএ-এর রহস্যময় জগৎ সম্পর্কে তাদের জ্ঞানকে আরও সমৃদ্ধ করবে বলে ধারণা করা হচ্ছে। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়