Apan Desh | আপন দেশ

ভর্তি পরীক্ষা: হাতপাখা নিয়ে অভিভাবকদের পাশে ছাত্রদল

রাবি প্রতিনিধি 

প্রকাশিত: ১৩:৩২, ২৬ এপ্রিল ২০২৫

ভর্তি পরীক্ষা: হাতপাখা নিয়ে অভিভাবকদের পাশে ছাত্রদল

ছবি : আপন দেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শুরু হয়েছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের 'সি' ইউনিট তথা বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা। প্রচন্ড গরম পড়ায় ভর্তিচ্ছু শিক্ষার্থীসহ অভিভাবকদের মাঝে হাতপাখা ও শরবত বিতরণ করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। অভিভাবকদের জন্য নামাজের জায়গারও ব্যবস্থা করেছেন তারা।

শনিবার (২৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট, অ্যাকাডেমিক ভবনগুলোসহ বিভিন্ন স্থানে এ কার্যক্রম পরিচালনা করেন শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম।

সরেজমিনে গিয়ে দেখা যায়, এবারের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতায় কাজ করছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংগঠনগুলো। রাজশাহীতে প্রচন্ড গরম পড়ায় শিক্ষার্থীসহ অভিভাবকদের মাঝে হাতপাখা, শরবত, স্যালাইন, পানির বোতল ও বিশ্রামের জন্য বসার ব্যবস্থা করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। প্রচন্ড গরমের মধ্যে ছাত্রদলের কাছ থেকে হাতপাখা পেয়ে খুশি অভিভাবকসহ ভর্তিচ্ছু শিক্ষার্থীরাও। 

ভর্তি পরীক্ষার জন্য ছেলেকে নিয়ে পাবনা থেকে এসেছেন ইব্রাহিম তালুকদার। তিনি বলেন, সকালে জার্নি করে এসে গরমের মধ্যে বসে আছি। হঠাৎ কয়েকজন হাতপাখা নিয়ে আমার সামনে দাঁড়িয়েছে, প্রথমে ভেবেছি হাতপাখা কিনতে টাকা লাগবে কিন্তু পরে দেখি আমাদের সেবা দেয়ার জন্য রাবি ছাত্রদল বিনামূল্যে এসব দিচ্ছেন। তাদের আন্তরিকতায় আমরা মুগ্ধ। 

এ বিষয়ে শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল সর্বদা শিক্ষার্থীবান্ধব কাজে নিয়োজিত। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরিক্ষায় ক্যাম্পাসে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও অবস্থান করছেন। রাজশাহীতে গ্রীষ্মের তীব্র গরমে ক্যাম্পাসের সব জায়গায় ফ্যানের ব্যবস্থা নেই। এ অবস্থায় হাতপাখাগুলো সবার খুব উপকারে আসবে। 

ভর্তি পরীক্ষায় শাখা ছাত্রদলের সার্বিক কার্যক্রমের প্রশ্নে তিনি বলেন, আজকে ভর্তি পরীক্ষা উপলক্ষে আমরা তৃতীয় দিনের মতো বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে হেল্প ডেস্ক বসিয়েছি। সেখানে শিক্ষার্থী এবং অভিভাবকদের জন্য বাসার ব্যবস্থা করা হয়েছে। এর পাশাপাশি ফ্রি মেডিকেল ক্যাম্প, খাবার পানি, স্যালাইন বিতরণ, ট্রাফিক নিয়ন্ত্রণ, জরুরী বাইক সার্ভিসসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়