Apan Desh | আপন দেশ

বাকৃবিতে বিশ্ব ভেটেরিনারি দিবস উদযাপিত

বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:২২, ২৬ এপ্রিল ২০২৫

বাকৃবিতে বিশ্ব ভেটেরিনারি দিবস উদযাপিত

ছবি: আপন দেশ

নানা আয়োজন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিশ্ব ভেটেরিনারি দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বাকৃবির ভেটেরিনারি অনুষদ একটি র‌্যালির আয়োজন করে।

বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়ে উপাচার্যের বাসভবন, কে.আর. মার্কেট এবং ভেটেরিনারি অনুষদ ঘুরে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে গিয়ে শেষ হয়। র‌্যালিতে ভেটেরিনারি অনুষদের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর আগে ভেটেরিনারি অনুষদের দুই নম্বর ভবনের সামনে কেক কাটা এবং বেলুন উড়ানোর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভেটেরিনারি অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. বাহানুর রহমান। সঞ্চালনা করেন উদযাপন কমিটির সদস্য সচিব ও মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের প্রধান অধ্যাপক ড. কে.এইচ.এম. নাজমুল হুসাইন নাজির।

আরওপড়ুন<<>>ভর্তি পরীক্ষা: হাতপাখা নিয়ে অভিভাবকদের পাশে ছাত্রদল

এতে স্বাগত বক্তব্য দেন বিশ্ব ভেটেরিনারি দিবস ২০২৫ উদযাপন কমিটির চেয়ারম্যান ও প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. মো. আবু হাদী নূর আলী খান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. মো. মকবুল হোসেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন বাকৃবির ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম, কৃষি অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মাসুম আহমাদ, প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ও বাকৃবি প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা ড. মো. সহিদুজ্জামান, নিরাপত্তা কাউন্সিল পরিচালক অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম, ময়মনসিংহ বিভাগীয় প্রাণিসম্পদ অফিসের পরিচালক ডা. মনোরঞ্জন ধরসহ অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে বক্তারা সারাদেশে একক ভেটেরিনারি ডিগ্রি চালু করার ওপর গুরুত্বারোপ করেন।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়