Apan Desh | আপন দেশ

মঞ্চ নিয়ে বিএনপি নেতাদের সঙ্গে রুয়েট শিক্ষার্থীদের বাকবিতন্ডা

রাবি প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪৭, ২৬ এপ্রিল ২০২৫

আপডেট: ২০:৫২, ২৬ এপ্রিল ২০২৫

মঞ্চ নিয়ে বিএনপি নেতাদের সঙ্গে রুয়েট শিক্ষার্থীদের বাকবিতন্ডা

ছবি: আপন দেশ

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীদের সঙ্গে মহানগর বিএনপি নেতাকর্মীদের বাকবিতন্ডা ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। বিশ্বদ্যিালয়ের প্রধান ফটকের সামনে দলটির কর্মী সম্মেলনের মঞ্চ করা নিয়ে এ পরিস্থিতি সৃষ্টি হয়। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস. এম. আব্দুর রাজ্জাক ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

শনিবার (২৬ এপ্রিল) দুপুর ২টার দিকে মহানগর বিএনপির নেতাদের নির্দেশে রুয়েট গেটের সামনে মঞ্চ তৈরি করা হয়। পরবর্তীতে বিকেল ৪টায় সাধারণ শিক্ষার্থীরা ফটকের সামনের ব্যানার সরিয়ে ফেলেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের শিক্ষার্থী নাসারুল্লাহ আল সামি বলেন, ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকার পরেও বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দলীয় রাজনীতির প্রোগ্রাম মেনে নেয়া যায় না। আমি মনে করি, এটা সম্পুর্ণ বিশ্ববিদ্যালয় প্রশাসনের দুর্বলতার ফলে হয়েছে। আমরা সাধারণ শিক্ষার্থীরা রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই।

নাম বলতে অনিচ্ছুক আরেক শিক্ষার্থী বলেন, ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকার পরেও বিএনপির নেতাকর্মীরা রুয়েটের মূল ফটকের সামনে প্রোগ্রামের স্টেজ তৈরি করেছেন। এ বিষয়ে কথা বলতে গেলে আমাদের সঙ্গে বাকবিতন্ডায় জড়ায় তারা। এক পর্যায়ে আমাদের ওপর উত্তেজিত হয়ে যান তারা। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এসে বিষয়টি সমাধান করেন।

আরওপড়ুন<<>>ভর্তি পরীক্ষা: হাতপাখা নিয়ে অভিভাবকদের পাশে ছাত্রদল

রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম বলেন, বিএনপির নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অনুমতি ছাড়াই রুয়েটের মূল ফটকের সামনে প্রোগ্রামের স্টেজ তৈরি করেছে। যেখানে ৫ আগস্টের পর থেকে রুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এ নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে তাদের বাকবিতন্ডা সৃষ্টি হয়। পরে সেখানে মতিহার থানা পুলিশ প্রশাসনের সহায়তায় আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করি এবং বিএনপি নেতাদের প্রোগ্রাম করতে নিষেধ করি। সেখানে কোনো হাতাহাতির ঘটনা ঘটেনি।

তিনি আরও বলেন, অনেকেই বলছেন, আমরা বিএনপিকে প্রোগ্রাম করার অনুমতি দিয়েছি। এদিকে বিএনপির প্রোগ্রাম সম্পর্কে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিছুই জানেন না।

উল্লেখ্য, স্বৈরাচার আওয়ামী সরকারের পতনের পর ২০২৪ সালের আগস্ট মাসে রুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়