
ফাইল ছবি।
পরীক্ষায় অংশগ্রহণ না করেও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতাদের নম্বর দেয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি সরকারি তিতুমীর কলেজের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষকদের বিরুদ্ধে এ অভিযোগ ওঠে।
শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্রলীগের পদধারী বেশ কয়েকজন নেতা ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ না করলেও তাদেরকে নম্বর দেয়া হয়েছে। শুধু তাই নয়, ছাত্রলীগ নেতাদের কেউ কেউ পেয়েছেন সর্বোচ্চ নম্বরও।
তারা জানান, তিতুমীর কলেজে সমাজবিজ্ঞান বিভাগের ১৯-২০ সেশনের ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করতে কলেজে উপস্থিত হননি ছাত্রলীগের রাকিবুল ইসলাম রাকিব, অনিক দেবনাথ, তোফায়েল আহমেদ জনি, ইমদাদুল হক আতিকুল রানাসহ বেশ কয়েকজন। কিন্তু তারা সবাই নম্বর পেয়েছেন। এছাড়াও কয়েকজন ছাত্রলীগ নেতার জন্য আলাদাভাবে ভাইভা নেয়া হয়েছে।
আরওপড়ুন<<>>যৌন হয়রানি-মার্ক টেম্পারিং বিতর্কে বেরোবি শিক্ষকের পদত্যাগ
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, আমাদের একদিন ভাইভা পরীক্ষা হয়। আমরা সকাল থেকে চারটা পর্যন্ত ক্যাম্পাসেই ছিলাম। কিন্তু আমরা তাদের দেখিনি। আমরা শতভাগ নিশ্চিত ওরা ভাইভা পরীক্ষায় আসেনি। আরেক শিক্ষার্থী বলেন, তারা অনুপস্থিত থেকে সবাই ৩.২৫-এর উপরে নম্বর পেয়েছেন। কিন্তু আমরা উপস্থিত থেকে তাদের থেকে কম পেয়েছি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান তাহমিনা আক্তার বলেন, আমরা আসলে জানি না কে ছাত্রলীগ করে বা অন্য সংগঠন করে। আমরা বিশেষভাবে কারো ভাইভা নেইনি। বিশ্ববিদ্যালয়ের আইন রয়েছে, কেউ চাইলে অন্য কলেজে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েও ভাইবা দিতে পারেন।
সমাজবিজ্ঞান বিভাগের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো কলেজে আলাদা বোর্ড গঠন করা হয়েছিল কিনা এমন প্রশ্নে বিভাগীয় প্রধান বলেন, যা হয়েছে সিস্টেমের মধ্যেই হয়েছে। তবে কিভাবে হয়েছে তা বলতে চাচ্ছি না।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।