Apan Desh | আপন দেশ

স্কুল-কলেজ কমিটি নিয়ে নতুন নির্দেশনা দিল জাতীয় বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:০৮, ২৮ এপ্রিল ২০২৫

আপডেট: ১২:০৯, ২৮ এপ্রিল ২০২৫

স্কুল-কলেজ কমিটি নিয়ে নতুন নির্দেশনা দিল জাতীয় বিশ্ববিদ্যালয়

ফাইল ছবি

বেসরকারী স্কুল-কলেজের কমিটিতে ডাক্তার,ইঞ্জিনিয়ার আইনজীবী রাখতে হবে। এমন নতুন নির্দেশনা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারি কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর গভর্নিং বডি ও অ্যাডহক কমিটির সভাপতি বা বিদোৎসাহী সদস্য পদে পেশাজীবীদের মনোনীত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আরও পড়ুন<<>> পরীক্ষা না দিয়েও নম্বর পেলেন ছাত্রলীগ নেতারা!

শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষদের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারি কলেজ বা শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের গভর্নিং বডি অথবা অ্যাডহক কমিটির সভাপতি বা বিদোৎসাহী সদস্য পদে পেশাজীবী হিসেবে এমবিবিএস ডাক্তার, বিএসসি ইঞ্জিনিয়ার ও আইনজীবী মনোনীত হতে পারবেন।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়