Apan Desh | আপন দেশ

ইন্টেরিম সরকার জুলাই ঘোষণাপত্র করতে দেয়নি: ফরহাদ মজহার

রাবি প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩২, ২৮ এপ্রিল ২০২৫

আপডেট: ২১:৩৩, ২৮ এপ্রিল ২০২৫

ইন্টেরিম সরকার জুলাই ঘোষণাপত্র করতে দেয়নি: ফরহাদ মজহার

ফরহাদ মজহার। ফাইল ছবি

রাষ্ট্রচিন্তাবিদ ও কবি ফরহাদ মজহার বলেছেন, বাহাত্তরের সংবিধান আমরা বাতিল করতে চেয়েছিলাম। কারণ ওই সংবিধান সাধারণ মানুষ প্রণয়ন করেনি। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শক্তি, ফ্যাসিস্ট রাষ্ট্রব্যাবস্থা, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষ এক হয়ে লড়েছিল।

তিনি বলেন, বর্তমান ইন্টেরিম সরকার আমাদের জুলাই ঘোষণাপত্র করতে দেয়নি। আমরা বাংলাদেশের সাধারণ মানুষের জন্য জুলাই ঘোষণাপত্র ও নতুন গঠণতন্ত্র চাই।

সোমবার (২৮ এপ্রিল) বিকেল ৪টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সেন্টার ফর হেরিটেজ স্টাডিজের আয়োজনে ‘অভ্যুত্থান: বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন ফরহাদ মজহার।

আরওপড়ুন<<>>ড. ইউনূস রেড লাইন ক্রস করেছেন, বললেন সারজিস

তিনি বলেন, গণঅভ্যুত্থান বলতে আসলে কি বুঝায়, আমাদের সমাজে এটার পরিষ্কার ধারনা নেই। সর্বশেষ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সামনের সাড়িতে অনেক মেয়ে ছিলো, কিন্তু তারা হঠাৎ কোথায় হারিয়ে গেলো? তারা আর রাজপথে নেই। কারণ তারা রাজপথে আর নিরাপদবোধ করছে না। আমাদের দেশের জনগণের মধ্যে রাষ্ট্র আর সরকারের পার্থক্য স্পষ্ট না। ফলে দেশ সামনের দিকে আগাতে পারছে না।

সভার প্রধান অতিথি রাবি উপাচার্য প্রফেসর ড. সালেহ্ হাসান নকীব বলেন, আমাদের প্রধান আলোচক ফরহাদ মজহারের লেখা আমাকে মুগ্ধ করেছে। আবার অনেক সময় কিছু বুঝতেও পারিনি। আমরা ভাষা নিয়ে আলোচনা শুনলাম এবং সেখান থেকে কিছু কথা হলো, আপনি কী বলছেন আর মানুষ সেটার কী অর্থ করে তা নির্ভর করে যে শুনছে সেই মানুষের ওপর। তাই এ বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ এবং এটা সমস্যার বিষয়ও বটে। তাই আমাদের বলতেও শিখতে হবে এবং শুনতেও শিখতে হবে। আর এসবকিছুর মূলে আছে শিক্ষা। শিক্ষা ছাড়া কেউ না বলতে শিখবে, না শুনতে শিখবে।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক মাহবুব সিদ্দিকী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও সেন্টার ফর হেরিটেজ স্টাডিজের নির্বাহী পরিচালক প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়