Apan Desh | আপন দেশ

জাবিতে ভর্তি পরীক্ষা ১৮ থেকে ২২ জুন পর্যন্ত চলবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৬, ২৫ মে ২০২৩

জাবিতে ভর্তি পরীক্ষা ১৮ থেকে ২২ জুন পর্যন্ত চলবে

ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা ১৮ থেকে শুরু হয়ে ২২ জুন পর্যন্ত চলবে।

বৃহস্পতিবার (২৫ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মো. আবু হাসান জানান, ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ১৬ থেকে ২৪ জুন নির্ধারিত হয়েছিল। ১৬ জুন শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ১৮ জুন রোববার পরীক্ষা শুরু হবে।

গত বছর আংশিক সিলেবাসে পরীক্ষা হলেও এ বছর পরীক্ষা হবে পূর্ণাঙ্গ সিলেবাসে।

তিনি বলেন, এখনও অনলাইন আবেদন প্রক্রিয়া চলমান। ৩১ মে আবেদন প্রক্রিয়া শেষ হলে ২ জুন আমরা আবার বসব। ইউনিটভিত্তিক কত আবেদন পড়েছে, তার ওপর ভিত্তি করে চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করা হবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়