Apan Desh | আপন দেশ

মাধ্যমিকের শ্রেণিকক্ষে পাঠদানে মাউশির জরুরি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:০৯, ২৩ জুলাই ২০২৩

আপডেট: ২০:১০, ২৩ জুলাই ২০২৩

মাধ্যমিকের শ্রেণিকক্ষে পাঠদানে মাউশির জরুরি নির্দেশনা

-ফাইল ছবি

ঢাকা: মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি বা শাখার শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম পরিচালনার জন্য নতুন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।  

রোববার (২৩ জুলাই) এ সংক্রান্ত জরুরি নির্দেশনা জারি করেছে মাউশি।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘অধিদপ্তরের আওতাধীন মাধ্যমিক স্তরের কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে একই শ্রেণির একাধিক শাখার শিক্ষার্থীদের একই সঙ্গে এককক্ষে এনে শ্রেণি পাঠদান করানো হচ্ছে, মর্মে শোনা যাচ্ছে। এতে স্বাভাবিক শ্রেণি পাঠদান বিঘ্নিত হচ্ছে। এমতাবস্থায় নতুন কারিকুলাম যথাযথ বাস্তবায়নের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যেক শাখার শিক্ষার্থীদের স্ব-স্ব শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম পরিচালনা করার জন্য অনুরোধ করা হলো।’

>>> আরও পড়ুন: স্কুলে অনুপস্থিত, ৩৪ শিক্ষককে শোকজ

বিষয়টি অতীব জরুরি উল্লেখ করে বিজ্ঞপ্তি দেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও প্রধানশিক্ষক এবং বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও প্রধানশিক্ষককে এ নির্দেশনা পাঠানো হয়েছে।

আপন দেশ/এমএমজেড

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়