Apan Desh | আপন দেশ

বাগেরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ২০:১২, ২৪ জুলাই ২০২৩

বাগেরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা

বাগেরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়

বাগেরহাট: জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বাগেরহাটে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ জুলাই) সকালে বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের সম্মেলন কক্ষে জেলা মৎস্য অফিস এই মতবিনিময় সভার আয়োজন করে।

সভায় বক্তব্য দেন চিংড়ি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. হারুন অর রশিদ, জেলা মৎস্য কর্মকর্তা  এ এস এম রাসেল, বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহা, চিংড়ি গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বধতন বৈজ্ঞানিক কর্মকর্তা রাকিবুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদাউস আনসারী, চিংড়ি চাষী সমিতির সভাপতি ফকির মুহিতুল ইসলাম সুমন প্রমুখ।

তারা বলেন, মৎস্য সম্পদ রক্ষা ও বৃদ্ধিতে করণীয় বিষয়ে যার যার স্থান থেকে এগিয়ে আসতে হবে। আগামী এক সপ্তাহের কর্মসূচি সঠিকভাবে পালনের মাধ্যমে একটি মৎস্য সমৃদ্ধ দেশ তৈরিতে ভুমিকা রাখার আহবান জানান তারা।

আপন দেশ/এমএমজেড

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়