ফাইল ছবি
ঢাকা: ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। অভিনয়ের চেয়ে রাজনীতির মাঠেই এখন বেশি সক্রিয়। আসন্ন জাতীয় নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগে হয়ে নির্বাচনে অংশ নেবেন বলে ইতিমধ্যেই জানিয়েছেন এই চিত্রনায়িকা।
এদিকে, ভিসা নীতি নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন এই চিত্রনায়িকা। রাজনৈতিক কর্মী হিসেবে নয়, একজন নায়িকা হিসেবে টুরিস্ট ভিসায় জন্য আবেদন করেন তিনি।
জানা গেছে, খুব শিগগিরই জো বাইডেনের দেশের উড়াল দেবেন তিনি। ভিসার খবরটি প্রকাশ্যে আসার পর এবার মাহি জানালেন, ইদানিং তার নিজের প্রতি আত্মবিশ্বাস অনেকে বেড়েছে। আর তিনি চাইলেই সব করতে পারেন।
মাহির কথায়, ‘আমার নিজের প্রতি ইদানিং আমার প্রচণ্ড রকম আত্মবিশ্বাস বেড়েছে। চাইলেই মাহি সব পারে। জাস্ট চাইতে হয়, আলহামদুলিল্লাহ।’
অন্যদিকে গত বৃহস্পতিবার মাহির একমাত্র সন্তান মো. মোসাইব আরাশ শামসুদ্দিন ফারিশ সরকারের ৬ মাস পূর্ণ হয়েছে। আর দিনটি ঘরোয়া আয়োজনে বেশ ঘটা করেই পালন করেন তিনি। এদিন ছেলের উদ্দেশে এই চিত্রনায়িকা তার ফেসবুকে লিখেছেন, ‘বাবা, একদিন যখন তুমি অনেক বড় হবে, তখন তুমি নিশ্চয়ই বুঝবে মা একটা সুখ পাগল পাখি। সুখী হওয়ার জন্য সে আটলান্টিক মহাসাগরও সাঁতরে পাড়ি দিতে পারে। সেদিন তুমি আমাকে বুঝবে তো বাবা? সেদিনও এভাবে আমার হাত ধরবে তো? আজকে তোমার প্রথম মুখে ভাত বাবা, আজকে তোমার স্পেশাল দিন- আমি তোমার প্রত্যেকটা স্পেশাল দিন স্মরণীয় করে রাখার চেষ্টা করেছি, বড় হলে বুঝতে পারবে।’
তিনি আরও লিখেছেন, ‘এই ছোট্ট চিরকুটটা ফেসবুকের টাইমলাইনে রেখে দিলাম। প্রতিবছর মেমোরি আসবে বলে। তুমি মায়ের জান একটা। অনেক ভালোবাসি।’
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।