Apan Desh | আপন দেশ

দেশে আসলেন শাবনূর, অভিনয়ে ফেরার গুঞ্জন

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৫, ১৭ ডিসেম্বর ২০২৩

দেশে আসলেন শাবনূর, অভিনয়ে ফেরার গুঞ্জন

ছবি: সংগৃহীত

ঢালিউড সম্রাজ্ঞী শাবনূর।  অভিনয় করেছেন শতাধিক সিনেমায়। এখন অবশ্য সিনেমায় আর দেখা মেলে না তার। বিয়ে করে সংসারী হয়েছেন, দেশ ছেড়ে পাড়ি দিয়েছেন অস্ট্রেলিয়ায়। বর্তমানে সেখানেই স্থায়ীভাবে বসবাস করছেন নায়িকা। আগে ব্যক্তিগত কাজ ও বেড়াতে ছয় মাস পর পর দেশে আসতেন তিনি। কিন্তু শেষ তিন বছরে একবারও মাতৃভূমিতে পা রাখেননি জনপ্রিয় এ নায়িকা। অবশেষে জন্মদিনে (১৭ ডিসেম্বর) দেশে আসলেন তিনি।

জাঁকজমকভাবে পালন না করলেও ঘরোয়াভাবে নিজের জন্মদিন পালন করবেন শাবনূর। তবে দেশে আসার খবরটি এতদিন গোপন রেখেছিলেন তিনি। কিন্তু পারেননি। জানা গেছে, পরিবার ও কাছের মানুষ ছাড়া কাউকে বলতে চাননি দেশে আসার কথা। কারণ, জমে থাকা কাজগুলো নিরিবিলি সেরে ফেলতে চান। শাবনূর বলেন, অনেক দিন দেশে না থাকায় নানান কাজ জমে আছে। হাবিজাবি অনেক কাজ। অনেক। ওসব করছি। তাই চুপচাপ আছি। কাউকে জানাইনি।

শোনা যাচ্ছে, বিরতির পর অভিনয়ে ফিরবেন শাবনূর। যদিও নিজ মুখে কিছু বলেননি তিনি। তবে সূত্রের খবর, শিগগিরই একটি চলচ্চিত্রে তাকে দেখা যাবে। সেই সিনেমাতে তার বিপরীতে থাকবেন মাহফুজ আহমেদ। পরিচালনা করবেন চয়নিকা চৌধুরী। এখন সিনেমা নিয়ে চলছে আলোচনা।

আরও পড়ুন>> শাকিব-অপুকে যে পরামর্শ দিলেন মিশা

কাগজ কলমে বয়সের হিসাবে ৪৩ বছর পার করে ৪৪-এ পা রাখলেন শাবনূর। জীবনের এই বিশেষ দিনটিতে ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন তিনি।

১৯৭৯ সালের এই দিনে যশোর জেলায় জন্ম শাবনূরের। তার ডাকনাম নূপুর এবং পুরো নাম কাজী শারমিন নাহিদ নূপুর। প্রয়াত কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক এহতেশামের হাত ধরে ১৯৯৩ সালে ‘চাঁদনী রাতে’ সিনেমার মধ্যদিয়ে চলচ্চিত্র জগতে অভিষেক হয় তার। শাবনূরের মুগ্ধতার ইতিহাস শুরু ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত জহিরুল হক পরিচালিত ‘তুমি আমার’ সিনেমাটি দিয়ে। 

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়