Apan Desh | আপন দেশ

ভালোবাসা দিবসে দেখুন ‘রোমান্টিক’ ৫ সিনেমা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৩, ১৩ ফেব্রুয়ারি ২০২৪

আপডেট: ২০:৪৮, ১৩ ফেব্রুয়ারি ২০২৪

ভালোবাসা দিবসে দেখুন ‘রোমান্টিক’ ৫ সিনেমা

ছবি: সংগৃহীত

বসন্ত এসে গেছে। বুধবার পহেলা ফাল্গুন। সেই সঙ্গে বিশ্ব ভালোবাসা দিবস। প্রকৃতি জানিয়ে দিচ্ছে ভালোবাসার বার্তা। ফাগুনের রঙে ভালোবাসায় মেতে উঠবে সবাই। এই দিনটির জন্য যেমন আছে অপেক্ষা, ঠিক তেমনি আছে পাওয়া না পাওয়ার গল্প। আছে অভিমান, আছে নতুনের ডাক। শত বছর ধরে মানুষের হৃদয়ে সেই ভালোবাসার রঙ আরও গভীরভাবে ছড়িয়ে দেয়ার অন্যতম মাধ্যম সিনেমা।

পর্দায় রঙ বেরঙের ভালোবাসার আভা মানুষের হৃদয়ে প্রেমের অনুভূতি জীবন্ত করে তোলে। পর্দার সিনেমা বাস্তব জীবনেও ভালোবাসার রংতুলি দিয়ে আঁচর কেটে যায় মানুষের মনে। তাই ভালোবাসা দিব কাটুক ভালোবাসাময় কিছু সিনেমা নিয়ে। বিশ্বের অন্যতম সেরা পাঁচটি রোমান্টিক চলচ্চিত্র, যেগুলো এখনও মানুষের হৃদয়ে ভালোবাসার উষ্ণ ছোঁয়া দিয়ে যায়। সময় থাকলে দেখে নিতে পারেন ভালোবাসার এই বিশেষ দিনে ভালোবাসাময় এই সিনেমাগুলো।

এ ওয়াক টু রিমেম্বার
‘এ ওয়াক টু রিমেম্বার’ উপন্যাস অবলম্বনে অ্যাডাম শেঙ্কম্যানের পরিচালনায় হৃদয়স্পর্শী সৃষ্টি। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ম্যান্ডি মুর ও শেন ওয়েস্ট। এর গল্প এগিয়েছে জেমি ও ল্যান্ডেনের কাহিনী নিয়ে। জেমি খুব রক্ষণশীল ধরনের মেয়ে, অন্যদিকে ল্যান্ডেন ছিল খামখেয়ালি ধরনের।

দুইজন বিপরীত স্বভাবের মানুষ একজন আরেকজনকে ভালোবেসে ফেলে। শেষ পর্যন্ত তাদের ভালোবাসার পরিনতি কি হয়েছিল? জানতে হলে দেখে নিন অন্যতম সেরা এই রোমান্টিক চলচ্চিত্রটি।

চমৎকার এই সিনেমাটিতে রয়েছে কিছু মন ভালো করা গান। সম্পর্কের গভীরতায় পরিবার, প্রিয়জন ও প্রিয় মানুষের সঙ্গে একটা ইমোশনাল এটাচমেন্ট খুব দারুণভাবে উপস্থাপন করা হয়েছে সিনেমাটিতে। সময় থাকলে দেখে নিতে পারেন ‘এ ওয়াক টু রিমেম্বার’।

সীতা রামাম
দক্ষিণী ইন্ডাস্ট্রির এই সিনেমাটি মুক্তির পর বেশ সাড়া ফেলে দিয়েছিল। রোমান্টিক জনরার ‘সীতা রামাম’ দর্শক হৃদয় জয় করেছে অনায়াসেই। রোমান্টিকতার মোড়কে চমৎকার এক গল্পের উপস্থাপন ১৯৬৫-১৯৮৫ সাল, ২০ বছরের প্লটে তৈরি এটি। একটা চিঠি ২০ বছর ধরে গন্তব্যের অপেক্ষায়! এই চিঠির আদ্যোপান্ত খুঁজতে গিয়েই বেড়িয়ে আসে অপূর্ণ এক ভালোবাসার গল্প। দুই দেশের বৈরীতার মেরুকরণে এই নিখাদ ভালোবাসার গল্পটি ছুঁয়ে যাবে আপনার হৃদয়।

দুলকার সালমান, ম্রুনাল ঠাকুর ও রাশমিকা মান্দানা অভিনীত সিনেমাটি আপনাকে মুগ্ধ করবে, আবার কাঁদাবেও। প্রেম ভালোবাসার দারুণ এক গল্পে বুদ থাকবেন আপনি। সময় থাকলে ভালোবাসার এই বিশেষ দিনে দেখে নিতে পারেন ‘সীতা রামাম’।

এ মোমেন্ট টু রিমেম্বার 
২০০৪ সালে মুক্তি প্রাপ্ত ‘এ মোমেন্ট টু রিমেম্বার’ আরেকটি কোরিয়ান মাস্টারপিস। আপনি যদি একজন আবেগপ্রবণ ব্যক্তি হন, তবে এখনই দেখে ফেলুন এই সিনেমাটি। প্রথম দেখায় প্রেম, তারপর বিয়ে। ভালোবাসায় মোড়ানো এক জুটি। কিন্তু গল্পের প্লট মোড় নেয় যখন নায়িকা আলঝেইমার রোগে আক্রান্ত হয় এবং ধীরে ধীরে নায়ককে ভুলে যেতে থাকে।

সন ইয়ে-জিন এবং জুং ও-সাং অভিনীত এই সিনেমাটি অবশ্যই আপনার হৃদয় স্পর্শ করবে। কোরিয়ান সিনেমার ইতিহাসে অন্যতম সেরা একটি রোমান্টিক চলচ্চিত্র এটি।

চার্লি
২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত মালয়ালম চলচ্চিত্র ‘চার্লি’ যতটা রোমান্টিক, ততটাই যেন ঘুনে ধরা জীবনকে প্রানবন্ত করার টোটকা। আবেগ, অনুভূতি, বিষাদ ও চাঞ্চল্য কিংবা অপরূপ প্রকৃতির মায়ায় হারিয়ে যাওয়া এক চলচ্চিত্র ‘চার্লি।’ মেঘের রাজ্য কিংবা উত্তাল সমুদ্র, প্রচন্ড চাওয়া, হৃদয় উজাড় করা ভালোবাসা কিংবা দীর্ঘ প্রতীক্ষায় জমে থাকা এক বুক আশা! প্রতিটি শব্দের একটিই সংজ্ঞা, চার্লি। চার্লি যেন জীবনের আয়না।

দুলকার সালমান ও পার্বতী থিরুভথু অভিনীতি ‘চার্লি’ সিনেমাপ্রেমীদের কাছে প্রিয় এক ফ্রেম। অসাধারণ অভিনয়, মনোমুগ্ধকর প্রকৃতি, হৃদয় ছুঁয়ে যাওয়া সুর-সংগীত আর চোখের প্রশান্তি এনে দেওয়া সিনেমাটোগ্রাফি- ভালোবাসা দিবসে দারুণ এক প্রশান্তি বয়ে আনবে আপনার হৃদয়ে।

রোমিও জুলিয়েট
১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি প্রখ্যাত সাহিত্যিক উইলিয়াম শেক্সপিয়ার রচিত রোমিও জুলিয়েট উপন্যাস অবলম্বনে নির্মিত। দুজন প্রেমিক-প্রেমিকার অনবদ্য প্রেম আর ত্যাগকে কেন্দ্র করে গড়ে উঠেছে এর গল্প। পরবর্তী সময়ে তাদের মৃত্যু বিবাদমান দুই পরিবারকে একত্রিত করে।

ইতিহাসের অন্যতম সেরা রোমান্টিক এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ব্যাজ লুরমান। এতে অভিনয় করেছেন লিওনার্দো ডিক্যাপ্রিও ও ক্লেয়ার ডেইন্স। এই রোমান্টিক জুটির প্রেম উপাখ্যান দাগ কেটে গেছে দর্শক মনে। আজও যেনো সেই জুটি প্রেম বার্তা পৌঁছে দেয় সবার কাছে। মুক্তির তিন দশক পড়েও আজও সিনেমাপ্রেমীদের মনে চিরসবুজ ‘রোমিও জুলিয়েট।’

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়