ছবি: সংগৃহীত
ভক্তরা ভালোবেসে তাকে ‘গুরু’ নামেই ডাকেন। তবে বেশিরভাগ সময়ই নিজকে আড়াল করে রাখেন ‘নগর বাউল’ খ্যাত এ গায়ক।
কিন্তু নিজেকে আড়ালে রাখেন তা খোলাশা করলেন। সম্প্রতি ওপার বাংলার এক গণমাধ্যমে স্বাক্ষাৎকারে কথা বলেন।
সেখানে তিনি জানান, জনপ্রিয়তা পাওয়ার আগে থেকেই নিজেকে আড়ালে রাখতে বেশি পছন্দ করতেন জেমস। পরবর্তীতে খ্যাতি বাড়ার সঙ্গে সঙ্গে আড়ালে যাওয়াটাও বেড়ে যায় তার। খুব বেশি প্রয়োজন না হলে জনসম্মুখে আসতে চান না তিনি।
সাক্ষাৎকারে আড়ালে থাকার বিষয়টি নিয়ে গায়ক বলেন, একা থাকতে পছন্দ করি। তখন হয়তো নিজের মতো করে ভাবি, ভাবতে ভালো লাগে। চুপচাপ থাকলে কোনো একটা বিষয় নিয়ে ফোকাসড থাকা যায়।
জেমস বলেন, আমি তো গানের জন্য সব সময়ই অ্যাভেইলেবল। দেশে এবং বিদেশে নিয়মিত স্টেজ শো করি। আসলে আমি নিজের মতো করে কাজ করতে পছন্দ করি। বাড়তি আড্ডা দেয়ার প্রয়োজন বোধ করি না।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।