ছবি: সংগৃহীত
ঢাকাই চলচ্চিত্রের শীর্ষনায়ক শাকিব খান সম্প্রতি ব্যবসায় নাম লিখিয়েছেন। তবে চিত্রনায়িকা বুবলী জানালেন, অনেক আগেই কর্পোরেট জগতে প্রবেশ করেছেন শাকিব খান। সেগুলো প্রকাশ্যে আনেননি।
সম্প্রতি যমুনা ইলেকট্রনিকস ও অটোমোবাইলসের শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হয়েছেন বুবলী। সে উপলক্ষ্যে বুধবার (২০ মার্চ) সকালে তিনি হাজির হয়েছিলেন রাজধানীর যমুনা ফিউচার পার্কে। সেখানেই এ কথা জানান অভিনেত্রী।
বুবলী বলেন, ‘শাকিব খান আগে থেকেই বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত। তার প্রযোজনা প্রতিষ্ঠান আছে। সেখান থেকে সফলভাবে সিনেমা বানিয়েছেন। এছাড়া আরও কিছু ব্যবসাও আছে, যেগুলোর কথা তিনি প্রকাশ করেন না। আমি মনে করি তিনি অভিনেতা হিসেবে যেমন সেরা, তেমনি বিজনেসেও সেরা হবেন।’
এ সময় শাকিব খানের আসন্ন সিনেমা নিয়েও বেশ ইতিবাচক মন্তব্য করতে দেখা যায় বুবলীকে। একইসঙ্গে নিজের ক্যারিয়ারের পেছনেও শাকিব খানের অবদান রয়েছে বলে মনে করেন তিনি।
ওই সংবাদ সম্মেলনে শাকিবকে নিয়ে একের পর এক প্রশ্নের রেশ ধরে যমুনার এক কর্মকর্তা জানান, ২০০৮ সালে যখন যমুনা ফিউচার পার্কের দোকান বিক্রি প্রক্রিয়া শুরু হয়, তখন একটি বিজ্ঞাপনচিত্র প্রচার করা হয়েছিল। সেটা দেখে পরদিনই যমুনার অফিসে হাজির হন শাকিব এবং শপিং মলটির প্রথম দোকান তথা ০০০১ আইডির দোকানটি ক্রয় করেন। অর্থাৎ যমুনা ফিউচার পার্কের প্রথম দোকানের মালিক শাকিব খান।
এরপর তিনি আরও বলেন, পরবর্তীতে আমরা শাকিব খানের দোকানটি পরিবর্তন করে আরও সুন্দর একটি জায়গা দেখে নতুন দোকান বাছাই করে দেই।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।