ছবি : সংগৃহীত
প্রনস-বিপাশা গুহঠাকুরতা স্মৃতি সম্মাননা-২০২৪-এর জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন এই সময়ের আলোচিত নজরুল-সঙ্গীত শিল্পী মিরাজুল জান্নাত সোনিয়া।
আগামী ৩০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে শিল্পীর হাতে সম্মাননা তুলে দেয়া হবে।
প্রয়াত শিল্পী বিপাশা গুহঠাকুরতার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এ বছর থেকে ‘প্রনস-বিপাশা গুহঠাকুরতা স্মৃতি সম্মাননা’ চালু হলো। সম্মাননায় থাকছে নগদ অর্থ, ক্রেস্ট এবং উত্তরীয়।
আরও পড়ুন <> ইউটিউব থেকে সরানো হলো ‘রূপান্তর’
শিল্পী মিরাজুল জান্নাত সোনিয়া নজরুল-সঙ্গীতের পাশাপাশি উচ্চাঙ্গ সঙ্গীতেও নিয়মিত সাধনা চালিয়ে যাচ্ছেন। তিনি বেঙ্গল পরম্পরার পণ্ডিত উল্লাস কসলকরের একজন প্রিয় শিষ্য।
আর প্রসঙ্গ নজরুল সঙ্গীত-প্রনস হলো একটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। বিপাশা গুহঠাকুরতা প্রনসের প্রতিষ্ঠাতা এবং দেশবরেণ্য নজরুল সংগীত শিল্পী। ২০২২ সালে তার অকাল প্রয়াণ হয়।
আপন দেশ/এমআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।