Apan Desh | আপন দেশ

মেরিল স্ট্রিপের হাতে স্বর্ণপাম, লালগালিচায় কুকুর মেসি

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৭, ১৫ মে ২০২৪

মেরিল স্ট্রিপের হাতে স্বর্ণপাম, লালগালিচায় কুকুর মেসি

ছবি: সংগৃহীত

দিনের পুরোটাই ছিল মেঘে আচ্ছন্ন। থেমে থেমে বৃষ্টিও পড়ছিল। তার আগে উৎসবকর্মীরা লাল গালিচা বিছানোতেই ব্যস্ত সময় পার করেছেন। মেঘ-বৃষ্টি উপেক্ষা করে কানের ফটোকলে ঠিকই হাজির হয়েছেন উদ্বোধনী দিনের প্রধান আকর্ষণ তিনবারের অস্কারজয়ী আমেরিকান অভিনেত্রী মেরিল স্ট্রিপ।

বলার অপেক্ষা রাখে না, মেরিল স্ট্রিপের হাত ধরেই ভূমধ্যসাগরের তীরে পর্দা উঠলো ৭৭তম কান চলচ্চিত্র উৎসবের। মঙ্গলবার (১৪ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১১টা ১৫ মিনিটে) এ আয়োজনের উদ্বোধন হয়। অনুষ্ঠানে মেরিল স্ট্রিপকে সম্মানসূচক স্বর্ণপাম দেয়া হয়েছে।

সম্মানসূচক স্বর্ণপাম গ্রহণ করার আগে মেরিল স্ট্রিপকে টানা দুই মিনিট করতালির মাধ্যমে অভ্যর্থনা জানানো হয়। ৭৪ বছর বয়সী এ অভিনেত্রী মঞ্চে খুবই আবেগাপ্লুত ছিলেন, কিন্তু শেষমেশ দর্শকদের করতালিতে উদ্ভাসিত হন। এছাড়া এবারের কান উৎসবের লালগালিচায় দেখা মিলেছে ‘অ্যানাটমি অব আ ফল’ ছবিতে বাজিমাত করা কুকুর মেসি।

আরও পড়ুন>> কান উৎসবে ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’

বর্ণাঢ্য উদ্বোধন শেষে প্রদর্শিত হয় কওটা ডুপিউর ফরাসি ছবি ‘দ্য সেকেন্ড অ্যাক্ট’। একই দিন ছবিটি মুক্তি পায় পুরো ফ্রান্সে। কানের সঙ্গে আজই মুক্তি পাবে দেশটিতে।

১২ দিনব্যাপী আনন্দঘন পরিবেশে তারকাদের এ মিলনমেলা চলবে ২৫ মে পর্যন্ত। বিশ্বের শোবিজ অঙ্গনের বড় বড় তারকারা প্রতি বছরই এ আয়োজনে উপস্থিত হন। লালগালিচায় থাকে ঝলমলে তারকাআলো। এরই মধ্যে হলিউড-বলিউডসহ বিশ্বের নামিদামি তারকায় ভরে উঠেছে কান শহর।

এ বছর কান উৎসবে দুই হাজারের বেশি সিনেমা জমা পড়েছে। সেরা ছবির শিরোপার জন্য মনোনীত হয়েছে ২২টি সিনেমা। এবার দীর্ঘ ৩০ বছর পরে স্বর্ণপাম পুরস্কারের জন্য লড়ার সুযোগ পেয়েছে ভারতের সিনেমা ‘অল উই ইমাজিন আস লাইট’। মুম্বাইয়ের একজন নার্সের জীবনের ওপর নির্মিত হয়েছে সিনেমাটি। 

কান চলচ্চিত্র উৎসবে এবারের অতিথি তালিকায়- কেট ব্ল্যানচেট, উমা থারম্যান, জর্জ মিলার, ডেমি মুর ও ইন্ডিয়ানা জোন্স খ্যাত জর্জ লুকাসসহ তারকারা। ২৫ মে বছরের শ্রেষ্ঠ ছবিকে পুরস্কৃত করা হবে এ উৎসবে।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়