ফাইল ছবি
শিল্পী সমিতির নির্বাচনে মিশা সওদাগর সভাপতি ও মনোয়ার হোসেন ডিপজল হন সাধারণ সম্পাদক। তাদের মালা দিয়ে বরণ করে নিয়েছিলেন সাধারণ সম্পাদক পদে হেরে যাওয়া নিপুণ আক্তার।
পরে মিশা-ডিপজল পরিষদ নিয়ে আদালতে রিট করেন নিপুণ। শুনানি শেষে ডিপজলের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দেন আদালত। সেই সঙ্গে শিল্পী সমিতির নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্ত করার নির্দেশ দেয়া হয়।
নিপুণের এমন কাণ্ডে চটেছেন মিশা-ডিপজল। এরই মধ্যে জোর গুঞ্জন উঠেছে এফডিসিতে। এবার বাতিল হচ্ছে নিপুণের সদস্য পদ। কয়েকদিন ধরে এমনটি শোনা যাচ্ছে ফিল্ম পাড়ায় কান পাতলে।
আরও পড়ুন <> ‘উপজেলার মতো ছোট নির্বাচন করব কেন?’
জানা গেছে, বুধবার বিকালে চলচ্চিত্রের ১৯ সংগঠনের সঙ্গে শিল্পী সিমিতির বৈঠক। আসতে পারে কঠিন সিদ্ধান্ত। এদিন দুপুর থেকে সাধারণ শিল্পীরা বিক্ষোভ করবেন বলেও জানা গেছে।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদি নির্বাচন অনুষ্ঠিত হয় গত ১৯ এপ্রিল। ২০ এপ্রিল সকালে শিল্পী সমিতির নির্বাচনের ফল ঘোষণা করা হয়।
আপন দেশ/এমআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।