Apan Desh | আপন দেশ

‘ও ভাই মারো মুঝে মারো’ মিমের সেই তরুণ কে?

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:১৭, ২৭ জুন ২০২৪

‘ও ভাই মারো মুঝে মারো’ মিমের সেই তরুণ কে?

ছবি: সংগৃহীত

মিম থেকে ভাইরাল হন পাকিস্তানের এক নাগরিক। বিশ্বকাপে নিজের দেশ হেরে যাওয়ার পর ক্যামেরায় তিনি তার প্রতিক্রিয়া জানিয়েছিলেন। ক্ষোভে বলেছিলেন, ‘ও ভাই মারো মুঝে মারো’। তার এ ডায়ালগই এখন বিভিন্ন সোশাল মিডিয়ায় ভাইরাল। ক্ষোভ কিংবা অবাক করা কোনো ভিডিওতে নিজেদের প্রতিক্রিয়া বোঝাতে হরহামেশাই ব্যবহার করা হয় ‘ও ভাই মারো মুঝে মারো’-র মিম। কিন্তু আপনি কি জানেন, কে ছিলেন পাকিস্তানের ওই তরুণ?

ফেসবুক কিংবা টুইটার, আজকাল যেকোন সোশ্যাল মিডিয়াতে গতানুগতিক পোস্ট বা ছবির তুলনায় যে বিষয়টি সবচেয়ে বেশি চোখে পড়ে সেটি হলো মিম। মিম এখন হাল আমলের ভাষা বোঝার এক অনন্য মাধ্যম। কেবল হাস্যরসাত্মক নয় মিম এখন ব্যাঙ্গাত্মক, চিন্তামূলক এমনকি প্রতিবাদের হাতিয়ার হিসেবেও ব্যবহৃত হচ্ছে।

একটা মিম তখনই মানুষের মনে দাগ কাটে যখন সেই মিমের সঙ্গে মানুষ নিজের জীবন বা আশেপাশে দেখা কোনো ঘটনা মেলাতে পারে। ২০১৯ সালে ক্রিকেট বিশ্বকাপ চলাকালীন এমনি এক মিম সারা পৃথিবী ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন>> পরকীয়া কী, আমি বুঝি না: মিথিলা

বিশ্বকাপে ২০১৯ সালের ১৬ জুন ওল্ড ট্র্যাফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে ভারতের কাছে ৮৯ রানে হেরে যায় পাকিস্তান। সেই ম্যাচ শেষে এক টিভি ক্যামেরায় প্রতিক্রিয়া জানিয়েছিলেন এক পাকিস্তানি সমর্থক। এরপর থেকে ভিডিওটি পাকিস্তান, ভারত, বাংলাদেশসহ সারাবিশ্বে ছড়িয়ে পড়ে। এরপর ভিডিও থেকে ছবি ও বক্তব্য নিয়ে মিমের চরিত্র হিসেবে তুলে ধরা হয়েছে সেই তরুণকে।
 
আলোচিত সেই তরুণের নাম মোমিন সাকিব। জন্ম ও বেড়ে ওঠা পাকিস্তানের লাহোরে। পড়াশোনা করেছেন লন্ডনের কিংস কলেজে। আলোচিত ভিডিওটি ভাইরাল হওয়ার পর নিজেও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর মোমিন সাকিবের কপাল খুলে গেছে। একের পর এক টিভি সিরিয়াল ও সিনেমায় ডাক পেতে শুরু করেন। 

২০২০ সালে হাম টিভির ‘বি আদব’ সিরিয়ালের মধ্য দিয়ে অভিনয়ে অভিষেক ঘটেছে তার। এরপর আরও কয়েকটি সিরিয়ালে দেখা গেছে মোমিনকে। ২০২২ সালে ‘দাম মাস্তাম’ নামের সিনেমায় অভিনয় করেন মোমিন। অভিনয়ের পাশাপাশি উপস্থাপক হিসেবেও পরিচিতি পেয়েছেন তিনি। 

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়