Apan Desh | আপন দেশ

তাসনিয়া ফারিণের সাতকাহন

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৩, ৯ জুলাই ২০২৪

আপডেট: ১০:৫৮, ১০ জুলাই ২০২৪

তাসনিয়া ফারিণের সাতকাহন

ছবি: সংগৃহীত

অভিনেত্রী তাসনিয়া ফারিণ। খুব অল্প সময়েই নাটক, ওয়েব ফিল্ম, সিরিজে অভিনয় করে নজর কেড়েছেন। বাংলা সিনেমার পাশাপশি কলকাতা বাংলা সিনেমায় হয়েছে অভিষেক। সবকিছু মিলিয়ে ক্যরিয়ারের সবচেয়ে সুসময় পার করছেন এ অভিনেত্রী। আজকের এ আয়োজনে থাকছে তাসনিয়া ফারিণের বেশ কিছু তথ্য যা তার ফলোয়ারদের বিভিন্ন প্রশ্নের খোরাক যোগাবে।

তাসনিয়া ফারিন ১৯৯৮ সালের ৩০ জানুয়ারি মেহেরপুর জেলায় জন্মগ্রহণ করেন। হলি ক্রস গার্লস হাই স্কুল ও বাংলাদেশ প্রফেশনাল ইউনিভার্সিটি থেকে পড়ালেখা শেষ করেছেন।

মূলত মায়ের ইচ্ছেতে তিনি অভিনয় শুরু করেন। ২০১৭ সালে ‘আমরা আবার ফিরবো কবে’ নাটকে অভিনয় দিয়ে ছোট পর্দায় তার অভিষেক হয়।

২০১৮ সালে তিনি বিকাশের একটি বিজ্ঞাপনে মাশরাফি মর্তুজার সাথে কাজ করেন। একই বছর ভালোবাসা দিবসে ‘এক্স বয়ফ্রেন্ড’ নাটকটি বেশ পরিচিতি এনে দেয় তাকে।

তার অভিনীত নাটকের মধ্যে দৌড়া বাজান, টাপুর-টুপুর, পুলিশ একজন মানুষ, চারকাহন, ফেয়ার ইন লাভ, সরি স্যার,ফার্স্ট ইয়ার ডেম কেয়ার টু, কমলা রঙয়ের রৌদ, বাসায় কি মানবে, এই মন তোমারই, আমার তুমি, মেড ফর ইচ আদার, আমি ব্রেকআপ চাই, অ্যাওয়ার্ড, হাবিবুল ও এক ভয়ংকর প্রেম, যে শহরে টাকা উড়ে ইত্যাদি।

নাটকের পাশাপাশি ওটিটি ও সিনেমাতেও সরব ফারিণ। সিন্ডিকেট, কারাগার, পুনর্মিলনে, নিঃশ্বাস, কাছের মানুষ দূরে থুইয়া, ও অসময় সহ বেশ কয়েকটি ওটিটি কন্টেন্টে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি।

এ পর্যন্ত দুটি সিনেমায় অভিনয় করেছেন ফারিণ। তার মধ্যে ওপার বাংলার নির্মাতা অতনু ঘোষের ‘আরও এক পৃথিবী’ সিনেমা দিয়ে টালিউড অভিষেক হয়েছে তার। এছাড়া গেল মে মাসে মুক্তি পেয়েছে তার বাংলাদেশি সিনেমা ‘ফাতিমা’।

গুণী এ শিল্পী ১১ আগস্ট ২০২৩ সালে প্রেমিক শেখ রেজওয়ানকে বিয়ে করেন।

অভিনয়ের পাশাপশি গানেও পটু ফারিণ। কিছুদিন আগে ইত্যাদিতে প্রচার হওয়া তাহসানের সঙ্গে ‘রঙে রঙে রঙিন হব’ গানে মাত করেছেন তাসনিয়া ফারিণ।

আপন দেশ/এইউ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়