ফাইল ছবি
সোশ্যাল মিডিয়া থেকে গণমাধ্যম। সব জায়গায় আলোচনায় আছেন আবেদ আলী। বিপিএসসির মহাপরিচালকের ড্রাইভার হয়ে প্রশ্নফাঁস করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। এরইমধ্যে তাকেসহ এ ঘটনায় ১৭ জনকে আটক করা হয়েছে। গ্রেফতাকৃতদের মধ্যে পিএসসির চেয়ারম্যানের সাবেক ড্রাইভার সৈয়দ আবেদ আলী একজন।
বিষয়টি নিয়ে সর্বত্রই এখন আলোচনা। ফেসবুকে তার নামাজের ছবি, মানবিক গল্প ও সততার বাণী দেয়ার পোস্টগুলো নিয়ে নেটিজেনরা ট্রোল করছেন। সাধারণ মানুষের পাশাপাশি পিছিয়ে নেই শোবিজ অঙ্গনের তারকারাও।
এমনই একটি ছবি ভাইরাল হয়েছে গিয়াসউদ্দিন সেলিমের ‘মনপুরা’ থেকে।
সিনেমাটির একটি স্থিরচিত্র, যেখানে আছেন চঞ্চল চৌধুরী।
মিমকারীরা ছবিটিকে বিসিএস পরীক্ষার প্রশ্নফাঁসে জড়িত আবেদ আলীর বর্তমান অবস্থার সঙ্গে মিলিয়েছেন! চঞ্চলের ছবিটি খুবই সাধারণ হলেও ছবিতে দুটি বাক্য জুড়ে দেয়ায় তা হয়ে উঠেছে প্রাসঙ্গিক! যেখানে ছবিটির উপরে লেখা, রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় আবেদ আলীকে বিসিএস কর্মকর্তা-। আর ছবির নিচের দিকে বড় করে লেখা, ‘চাচা আপনে?’
ছবিটি অন্তর্জালে যথেষ্ট হাস্যরসের জন্ম দিয়েছে। আর সেটা আরো কয়েক গুণ উস্কে দিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী নিজেই! ভাইরাল হওয়া মনপুরা ছবির এ দৃশ্য নিয়ে করা মিমটি নিজের ফেসবুকে শেয়ার করেছেন চঞ্চল। ক্যাপশনে তিনি লিখেছেন,“আমি আবার কী করলাম রে ভাই…? এ গুলা দুষ্টু কোকিলের কাজ।
চঞ্চলের এমন শেয়ারের পর মুহূর্তে ছবিটিতে কয়েক হাজার রিয়েকশান পড়ে। সঙ্গে বইতে থাকে কমেন্টের বন্যা, সঙ্গে শেয়ারও হতে থাকে শত শত!
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।