ফাইল ছবি
কোটা সংস্কার আন্দোলন নিয়ে কথা বললেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান। বুধবার (১৭ জুলাই) দুপুর সোয়া ২টায় ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে নিজের মতামত জানান তিনি।
চলমান সংকটে প্রাণহানির কথা উল্লেখ করেন এ অভিনেতা। তিনি লেখেন, আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না। কারও মা-বাবার বুক এভাবে খালি হতে পারে না। আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন। তাদের কাছে অনুরোধ রইল। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে এ সংকটের যৌক্তিক সমাধান বের করুন। সব ধরনের সংঘাতের সমাপ্তি চাই।
প্রসঙ্গত, গত ২ সপ্তাহ ধরে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করছে দেশের সাধারণ শিক্ষার্থীরা। গত ১৫ জুলাই শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করলে বিভিন্ন স্থানে ৬ জনের মৃত্যু হয়।
আপন দেশ/কেএইচ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।