Apan Desh | আপন দেশ

কয় প্রজন্মের মন বিষিয়ে তুলেছেন- প্রশ্ন ফারুকীর

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৮, ২৮ জুলাই ২০২৪

আপডেট: ১৮:৫৩, ২৮ জুলাই ২০২৪

কয় প্রজন্মের মন বিষিয়ে তুলেছেন- প্রশ্ন ফারুকীর

ছবি: সংগৃহীত

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে কোটা সংস্কার আন্দোলনের সময় প্রতিবাদে বেশ সরব থাকতে দেখা গেছে। কারফিউ ও গণগ্রেফতার নিয়ে সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট করেছেন তিনি। এরমধ্যে শনিবার (২৭ জুলাই) বিকেলে সরকারের উদ্দেশে ফারুকী কিছু বার্তা লিখেছেন। 

মোস্তফা সরয়ার ফারুকী তার ফেসবুকে সংগীতশিল্পী অর্ণবের আঁকা দুটি ছবি শেয়ার করে লেখেন, মানুষের ক্ষোভের ভাষা পাঠ করেন। গায়ক-শিল্পী অর্ণবের আঁকা এ দুইটা ছবি আর সাথের কোলাজ (কে বানিয়েছে জানতে পারিনি) সে ক্ষোভেরই একটা ছোট উদাহরণ।

এ রকম আরও বহু মানুষকে দেখেছি, যারা বিএনপি করে না, অনেকে আছে কোনো দলই করে না, কেউ কেউ ট্র্যাডিশনালি সফট টু আওয়ামী লীগ, সবাই প্রচণ্ড ক্ষুব্ধ। মনে রাখবেন, অরুন্ধতী রায়ের কথাটা, মানুষের মনের ভেতরের ক্ষোভ আর ঘৃণার চেয়ে বিধ্বংসী কোনো মারণাস্ত্র নাই।

তিনি আরও লিখেন, কোথায় ছাত্র-কিশোর-শিশু হত্যাকারীদের বিচার দেখার কথা, সেখানে আমাদের প্রতিদিন ঘুম থেকে উঠে শুনতে হচ্ছে উদ্ভট সব কাহিনি! 

এসব আজব শাক (পাবলিক রিলেশন্স) দিয়ে কি মরদেহের মিছিল ঢাকা যাবে? গেছে কোনো কালে? সারা দুনিয়ার মিডিয়া কী বলছে দেখেন। এমনকি পাশের দেশ ভারতে কী বলা হচ্ছে সেটাও দেখেন।

তিনি আরও লিখেন, এখন শুনছি লুঙ্গি খুলে ধর্ম চেক করার মত ছেলেমেয়েদের মোবাইল চেক করা হচ্ছে রাস্তাঘাটে! রাতের বেলা বাচ্চাদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে! এটা কি কোনো অধিকৃত ভূমি? নাকি স্বাধীন দেশ? কয় প্রজন্মের মন বিষিয়ে তুলছেন এটা কি বুঝতে পারছেন? মানুষ কখন টিপিং পয়েন্টে পৌঁছে যায় জানেন তো?

আপন দেশ/এইউ
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়