ফাইল ছবি
দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন সংগীতশিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল। মঙ্গলবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন তিনি। জুয়েলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন সংগীতশিল্পীর স্ত্রী সংগীতা আহমেদ।
২০১১ সালে লিভার ক্যানসার ধরা পড়ে জুয়েলের। পরে ফুসফুস এবং হাড়েও ক্যানসার সংক্রমিত হয়। তখন থেকেই দেশে ও দেশের বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছিল তার। তবে গত দুই মাস ধরে শরীরের অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছিল।
হাসান আবিদুর রেজা জুয়েলের প্রথম অ্যালবাম ‘কুয়াশা প্রহর’ প্রকাশিত হয় ১৯৯৩ সালে। এরপর একে একে প্রকাশিত হয় ‘এক বিকেলে’, ‘আমার আছে অন্ধকার’, ‘একটা মানুষ’, ‘দেখা হবে না’, ‘বেশি কিছু নয়’, ‘বেদনা শুধুই বেদনা’, ‘ফিরতি পথে’, ‘দরজা খোলা বাড়ি’ ও ‘এমন কেন হলো’। তার ‘এক বিকেলে’ অ্যালবামটি সবচেয়ে আলোচিত ছিল।
এক বিকেলে সম্পর্ক জুয়েল বলেছিলেন, ওটাই আমার সিগনেচার গান বা সিগনেচার অ্যালবাম। এ গান দিয়েই লোকজন চেনে আমাকে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।