ছবি: সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নানা ঘটনা সংঘাত ঘটে যাওয়ার পর শিক্ষার্থীদের ৯ দফা দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেছে শিল্পী সমাজ। বৃহস্পতিবার (১ আগস্ট) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের সড়কে অবস্থান নেন অভিনেতা-অভিনেত্রী, মঞ্চসহ বিভিন্ন মাধ্যমের শিল্পীরা।
দৃশ্যমাধ্যম শিল্পীসমাজ এর ব্যানারে সেখানে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। এ সময় যোগ দেন টিভি নাটকের তুমুল জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।
তিনি বলেন, আমরা মূলত সকল মানুষের পক্ষে। দেশে বর্তমানে যে অবস্থা সৃষ্টি হয়েছে। তাতে আমাদের ঘরে বসে থাকার মতো অবস্থা নাই। আমরা শান্তি চাই। আমরা রক্ত দেখতে চাই না। সকল নির্যাতন, গোলাগুলি, হত্যা, রক্ত এসব দেখতে চাই না। আমরা এগুলোর বাইরে থাকতে চাই।
শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে বিক্ষোভে শিল্পীদের কণ্ঠে শোনা যায় বৈচিত্র্যপূর্ণ স্লোগান। এসব স্লোগানে তারা বলেন, ভয়হীন-ন্যায্য-মানবিক মর্যাদার বাংলাদেশ চাই। 'সব হত্যাকাণ্ডের বিচার করো’, ‘হত্যা-সহিংসতা-গণগ্রেফতার-হয়রানি বন্ধ কর’ স্লোগান।
আপন দেশ/কেএইচ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।