ফাইল ছবি
শেখ হাসিনার দেশত্যাগের পরপরই দেশজুড়ে পুলিশের ওপর হামলা। থানায় আগুন দেয়াসহ হত্যার ঘটনাও ঘটেছে। এ ঘটনায় প্রাণভয়ে গা ঢাকা দেয় অনেক পুলিশ সদস্য। যার ফলে থানাগুলো পুলিশ শূন্য হয়ে পড়েছে।
যে কারণে দেশজুড়ে বিভিন্ন স্থানে নিরাপত্তা হুমকি দেখা দিয়েছে। হামলা, অপরাধ, সহিংসতার পরিমাণও বেড়েছে। এ অবস্থায় সব পুলিশ সদস্যদের বৃহস্পতিবার (৮ আগস্ট) সন্ধ্যার মধ্যে নিজ নিজ ইউনিটে যোগ দেয়ার নির্দেশ দিয়েছেন পুলিশের নবনিযুক্ত আইজিপি মো. ময়নুল ইসলাম।
পুলিশ সদস্যরা যেন নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়ে সুন্দর পরিবেশে আবারো কাজে ফিরতে পারেন। সেজন্য সাধারণ মানুষের প্রতি কিছু আহ্বান জানিয়েছেন দেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
বৃহস্পতিবার ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে এ নির্মাতা লিখেছেন, আশা করি আজ-কালকের মধ্যে পুলিশ ভাই-বোনেরা কাজে যোগ দিবে। নতুন দিনের নতুন পুলিশ হবে তারা। এ আশা আমাদের।
এরপর সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের উদ্দেশ্য ফারুকী লেখেন, আমরা কি একটা কাজ করতে পারি? রাস্তায় কর্মরত পুলিশ দেখলে তাদের সাথে একটু হাসি বিনিময় করতে পারি? পারলে একটু মোলাকাত? একটা ফুল? অথবা চকলেট?
ফারুকী লেখেন, গতকাল আমি সাধারণ কিছু পুলিশের ইন্টারভিউ দেখছিলাম। তারা নিজেরাই ফ্যাসিস্টদের ক্ষমতালিপ্সার কাছে অসহায় ছিল। কিছু খারাপ অফিসার কীভাবে তাদের ব্যবহার করেছে। তাদের পরিবার পরিজন কতটা অনিরাপদ ও বিব্রত এসব বলতে বলতে কেঁদে দিচ্ছিলো কয়েকজন পুলিশ সদস্য। তারা শুধু একটা দাবিই জানাচ্ছিল। আর কখনো দলীয় পুলিশ হতে চায় না। তারা মর্যাদার সাথে রাষ্ট্রের কর্মচারী হতে চায়।
সবশেষ পুলিশ বাহিনীর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে লেখেন, ক্যান উই গিভ দেম সাম কমফোর্ট? জাস্ট সো দে ফিল দে আর ওয়ান অফ আস।
আপন দেশ/কেএইচ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।