Apan Desh | আপন দেশ

শিল্পকলার মহাপরিচালক লাকীর পদত্যাগ

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১১, ১২ আগস্ট ২০২৪

শিল্পকলার মহাপরিচালক লাকীর পদত্যাগ

ফাইল ছবি

এক যুগেরও বেশি সময় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচাল ছিলেন অভিনেতা লিয়াকত আলী লাকী। অবশেষে সরকার পতনের পর শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদ ছাড়লেন তিনি।

সোমবার (১২ আগস্ট) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে লাকী পদত্যাগপত্র জমা দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পকলা একাডেমির সচিব (উপসচিব) সালাহউদ্দিন আহাম্মদ। তিনি বলেন, আমি মন্ত্রণালয়ে এসে জেনেছি মহাপরিচালক লিয়াকত আলী লাকী পদত্যাগ করেছেন।

সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ জানান, হোয়াটসঅ্যাপের মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়েছেন লিয়াকত আলী লাকী।
 
রোববার (১১ আগস্ট) দুপুরে লিয়াকত আলী লাকী শিল্পকলা একাডেমিতে প্রবেশের চেষ্টা করেন। এতে বিক্ষুব্ধ ছাত্র-জনতা ক্ষুব্ধ হন। তাকে ধাওয়া করেন। স্লোগান তোলেন লাকীর পদত্যাগের।
 
আপন দেশ/কেএইচ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়