ফাইল ছবি
২০১৩ সালে সাভারের রানা প্লাজা ধসের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত হয়েছিল হাজারের বেশি গার্মেন্টস শ্রমিক। সে ধ্বংসস্তূপের নীচে থেকে ১৭ দিন পর রেশমা আক্তার নামে গার্মেন্টসকর্মীকে উদ্ধার করা হয়। এ ঘটনায় বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছিল।
সে ঘটনাকে উপজীব্য করে নজরুল ইসলাম খান নির্মাণ করেছিলেন ‘রানা প্লাজা’ নামের একটি সিনেমা। যার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সাইমন সাদিক ও পরীমণি।
দর্শকের আগ্রহ থাকলেও মুক্তি পায়নি সিনেমাটি। সেন্সর বোর্ড, আদালত বিভিন্ন জায়গা থেকে মুক্তিতে বাধা আসে। চরম বিপাকে পড়েন নির্মাতা। দেশে নতুন অন্তর্বর্তীকালীন সরকার আসায় আশাবাদী নজরুল ইসলাম খান।
নজরুল ইসলাম খান বলেন, ছবিটি এবার সেন্সর ছাড়পত্র পাবে। রানা প্লাজা সিনেমাটি দর্শকরা দেখতে পাবে। বিগত ১০ বছর বহু চেষ্টা করেও ছবিটির সেন্সর ছাড়পত্র পায়নি। বোর্ডের সদস্যরা আমার সঙ্গে বসে ছবিটি দেখেছেন। চোখের পানি ফেলেছেন, বুকে জড়িয়ে ধরে বলেছেন, দারুণ ছবি। অথচ পরের দিন জানলাম, ছাড়পত্র দিতে ওপর থেকে নিষেধ করা হয়েছে। উচ্চ আদালতে গিয়েও লাভ হয়নি।
নজরুল ইসলাম আরো বলেন, আগামী সপ্তাহে সব কাগজপত্র ঠিক করে ছবিটি ফের সেন্সরে জমা দিব। আশা করছি ছবিটি মুক্তির স্বাধীনতা পাব এখন।
আপন দেশ/কেএইচ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।