ছবি : সংগৃহীত
আজ ১৫ আগস্ট। ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস। জেগে রয়েছে কলকাতার রাজপথ। দাবি, আরজি কর-কাণ্ডে নিহত চিকিৎসকের অপরাধীদের শাস্তি। ‘মেয়েরা রাত দখল করো’ কর্মসূচিতে মহিলারা রাজপথে নেমেছেন বিচারের দাবিতে।
কলকাতা তথা বাংলা সিনেমার তারকারাও যেমন বৃহস্পতিবারের এ প্রতিবাদ মিছিলে পা মিলিয়েছেন, তেমনই গর্জে উঠেছেন বলিউড তারকা আয়ুষ্মান খুরানা ও অভিনেত্রী আলিয়া ভট্ট।কলকাতার তিলোত্তমার জন্য কবিতা পাঠ করলেন অভিনেতা আয়ুষ্মান। নির্ভয়ার পর আবারও এমন এক ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন কন্যাসন্তানের মা আলিয়া।
আয়ুষ্মান একটি ভিডিওতে তার লেখা কবিতা পাঠ করেন। সেখানে তিনি বলেন, আমি যদি ছেলে হতাম, তবে আমিও দরজায় ছিটকিনি না দিয়ে ঘুমাতে পারতাম। আমি যদি ছেলে হতাম, তা হলে ঘুরে বেড়াতাম সারারাত। সকলের মুখে শোনা যায়, মেয়েকে পড়াশোনা করিয়ে প্রতিষ্ঠিত করতে হয়। আজ যদি চিকিৎসক না হতাম তবে এ ভাবে মাকে চোখের জল হয়তো ফেলতে হত না। ৩৬ ঘণ্টা ধরে ধর্ষণ, পুরুষদের লালসার স্বীকার হলাম। যদি ওই পুরুষগুলোর মধ্যে ন্যূনতম নারী সত্ত্বা থাকত। ভাবছি যদি আমি ছেলে হতাম। তা হলে বেঁচে থাকতাম।
আলিয়া লেখেন, আরও একটা ধর্ষণ, বুঝলাম মেয়েরা কোথাও সুরক্ষিত নয়। এক দশক আগে নির্ভয়া কাণ্ড নাড়া দিয়ে গিয়েছিল। আবার একই ঘটনা, কিছুই বদলায়নি। আমরা কী ভাবে আমাদের কর্মস্থলে যাব? এ চিন্তাই যেন কুঁড়ে-কুঁড়ে খাচ্ছে। এ ঘটনা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল মহিলাদের সুরক্ষা আসলে তাদের নিজেদের হাতেই তুলে নিতে হবে।
আপন দেশ/এইউ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।