Apan Desh | আপন দেশ

যৌন হেনস্থা নিয়ে ফের সরব তনুশ্রী

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২:৩২, ২২ আগস্ট ২০২৪

আপডেট: ১২:৫৪, ২২ আগস্ট ২০২৪

যৌন হেনস্থা নিয়ে ফের সরব তনুশ্রী

ছবি : সংগৃহীত

রিপোর্ট দিয়ে কী হবে যদি অভিযুক্ত গ্রেফতারই না হয়, এমন মন্তব্য করে হেমা কমিটির বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিলেন তনুশ্রী দত্ত। বলিউডে যৌন হেনস্থা নিয়ে একাধিকবার সরব হয়েছেন তিনি।

মলায়ালম চলচ্চিত্র জগতে মহিলাদের উপর যৌন হেনস্থা নিয়ে রিপোর্ট পেশ করেছে হেমা কমিটি। সে রিপোর্টেরই নিন্দা করেছেন তনুশ্রী। কর্মস্থলে মহিলাদের যৌন হেনস্থা থেকে সুরক্ষা প্রদানকারী বিশাখা কমিটিরও সমালোচনা করেন অভিনেত্রী।

২০১৭ সালে প্রযোজক তথা অভিনেতা দিলীপ-সহ আরও কয়েক জনের বিরুদ্ধে বিরুদ্ধে গাড়ির মধ্যে যৌন হেনস্থার অভিযোগ আনেন মলায়লাম ছবির এক অভিনেত্রী। সে ঘটনার পরেই মহিলাদের সুরক্ষার জন্য গঠন করা হয় হেমা কমিটি।

এক সাক্ষাৎকারে হেমা কমিটির নিন্দা করে তনুশ্রী বলেন, এ ধরনের রিপোর্ট প্রকাশ করার অর্থ কী? বরং অভিযুক্তকে গ্রেফতার করতে হত। আরও কঠোর আইন আনা উচিত ছিল। আমি বিশাখা কমিটির কথাও শুনেছিলাম। অনেকগুলি পাতা নিয়ে তৈরি সে দীর্ঘ রিপোর্ট। কিন্তু শেষ পর্যন্ত কী হল?

এক সময় অভিনেতা নানা পটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন তনুশ্রী। সে প্রসঙ্গ টেনে এনে তনুশ্রী বলেন, নানা পটেকর ও দিলীপের মত মানুষ মানসিক ভাবে বিকারগ্রস্ত। এদের এ বিকারের কোনও সমাধান নেই। নিষ্ঠুর ও ক্ষতিকর মানুষই এ ধরনের কাজ করতে পারে। এ ধরনের সমিতি নিয়ে আমার কিছু যায় আসে না। এ পদ্ধতির উপর আমার কোনও ভরসা নেই। এ রিপোর্ট পেশ করে ওরা শুধু সময় নষ্ট করতে পারে। আসল কাজ এরা করে না। নিরাপদ কর্মস্থল পাওয়া মহিলাদের বা যে কোনও মানুষের মৌলিক অধিকার।

২০১৮ সালে নানা পটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন তনু্শ্রী। তার দাবি ছিল, ২০০৮ সালে ‘হর্ন ওকে’ ছবির সময় তাকে যৌন হেনস্থা করেন নানা।

আপন দেশ/এইউ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়