ছবি: সংগৃহীত
প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডের অন্যতম জনপ্রিয় এ অভিনেত্রী বরাবরই দর্শকের মন জয় করে এসেছেন। যদিও বলিউডের সঙ্গে তার দূরত্ব বাড়ে বিয়ের পর থেকেই। বিয়ের পর স্বামী-সংসার নিয়ে যুক্তরাষ্ট্রে থাকেন তিনি। ব্যস্ত আছেন হলিউড ইন্ডাস্ট্রি নিয়ে। কিন্তু বলিউডি দর্শকরা পর্দায় তার অভাব অনুভব করেন পদে পদে।
সোশ্যাল মিডিয়ায় প্রিয়াঙ্কার কোনও ছবি শেয়ার হলেই সেখানে কমেন্ট বক্সে গিয়ে ভক্তরা প্রশ্ন তোলেন, তিনি কবে বলিউডে আবার কাজ করবেন? এবার অনুমান করা হচ্ছে তেমনই কোনও সুখবর আসতে চলেছে।
প্রিয়াঙ্কা ভারতে আসা মানে পারিবারিক কোনো অনুষ্ঠান কিংবা কোনো ব্র্যান্ডের প্রচারের কাজ। গত মাসেই অনন্ত আম্বানির বিয়েতে সপরিবারে দেশে আসেন প্রিয়াঙ্কা। মাস ঘুরতে না ঘুরতেই ফের মুম্বাইয়ে তিনি।
ভারতে আসার একটি ভিডিও প্রিয়াঙ্কা তার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যায়, তিনি বিমানের জানালা দিয়ে রাতের মুম্বাইয়ের সৌন্দর্য ক্যামেরাবন্দি করছেন। ভিডিওটি শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন- ‘মুম্বাই মেরি জান’।
এমন অসময়ে প্রিয়াঙ্কার মুম্বাই আগমন দেখে শুরু হয়েছে জল্পনা। কয়েকদিন আগে অভিনেত্রীর লস অ্যাঞ্জেলেসের বাড়িতে দেখা করতে যান পরিচালক মধুর ভান্ডারকর। শোনা যাচ্ছে, ‘ফ্যাশন ২’ সিনেমার কাজ নিয়ে কথাবার্তা বলতেই প্রিয়াঙ্কার বাড়িতে গিয়েছিলেন মধুর। এ ছাড়া বছর দুয়েক ধরে বারবার শোনা গেছে ‘জি লে জারা’ সিনেমার কথা।
২০১১ সালে মুক্তি পায় ‘জিন্দেগি না মিলেগি দোবারা’। জয়া আখতার পরিচালিত সে সিনেমায় অভিনয় করেছিলেন প্রযোজক ফারহান আখতার নিজেও। সে ধাঁচেই আরও একটি সিনেমা বানানোর পরিকল্পনা করেছিলেন তিনি। নারীকেন্দ্রিক এ ছবির জন্য ফারহান বেছেছিলেন প্রিয়াঙ্কা, আলিয়া ও ক্যাটরিনা কাইফকে।
তারিখ সংক্রান্ত সমস্যা ও বারবার সিনেমার কাজ পিছিয়ে যাওয়ায় শোনা যায় সিনেমা থেকে সরে আসার সিদ্ধান্ত নেন প্রিয়াঙ্কা। তবে কি মান-অভিমান ভুলে সে সিনেমার কাজে হাত দিলেন বলিউডের এ দেশি গার্ল? এমন প্রশ্নই উঠছে বলিউডভিত্তিক বেশ কিছু গণমাধ্যমে।
পিঙ্কভিলার সূত্র অনুযায়ী, ‘জি লে জারা’ সিনেমায় তিনি কাজ না করলেও ‘ফ্যাশন ২’ নিয়ে অভিনেত্রীর বেশ আগ্রহ রয়েছে। কারণ এ কাজটি তার পছন্দের একটি কাজ ছিল। তাই ব্যাটে-বলে ঠিকঠাক হলে আবারও বলিউডের সিনেমায় দেখা যাবে প্রিয়াঙ্কাকে।
আপন দেশ/এইউ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।