Apan Desh | আপন দেশ

বন্যার্তদের জন্য শিরোনামহীনের তিনটি কনসার্ট

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪৮, ১ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৫:৫৪, ১ সেপ্টেম্বর ২০২৪

বন্যার্তদের জন্য শিরোনামহীনের তিনটি কনসার্ট

শিরোনামহীন ব্যান্ডের সদস্যরা/ ছবি ওয়েবসাইট থেকে

জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন বন্যার্তদের সহায়তায় তিনটি কনসার্টের আয়োজন করেছেন। যার একটি কনসার্টে গাওয়া শেষ হয়েছে। বাকি দুটি ঢাকা ও রাজশাহীতে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ডিপার্টমেন্টের উদ্যোগে গত শুক্রবার রাতে ‘বানভাসিদের পাশে বকুলতলার গান’ কনসার্টে শিরোনামহীন গেয়েছেন। শিরোনামহীন ছাড়াও দুই দিনের এই কনসার্টে আপেক্ষিক, সর্বনাম, হাইওয়েসহ কয়েকটি ব্যান্ডের পরিবেশনা ছিল। 

শিরোনামহীন ব্যান্ডের দলনেতা জিয়াউর রহমান গতকাল গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, সংগীতশিল্পীরা ৭১- এর মুক্তিযুদ্ধ ও ৮৮- সনের বন্যায় মানুষের পাশে যেভাবে ছিল আমরাও তাই করেছি। আমরা তো গানটাই করি। তাই গান দিয়েই পাশে থাকি সবার।  

৩ সেপ্টেম্বর রাজশাহীর সিঅ্যান্ডবি মোড়ে ডিস্ট্রিক্ট কাউন্সিল অডিটরিয়ামে ‘কনসার্ট ফর ফ্লাড ভিকটিমস রিকনস্ট্রাকশন’ কনসার্ট এবং ৬ সেপ্টেম্বর মাদানি অ্যাভিনিউয়ের গ্রিনভিল আউটডোরসে ‘ঢাকা রক কার্নিভাল: সেশন ১–স্বাধীন বাংলা বেতার’ শীর্ষক কনসার্টে শিরোনামহীন ব্যান্ড গাইবেন। এছাড়া শিরোনামহীন কোটা সংস্কার আন্দোলনের মধ্যে ‘কেন’ শিরোনামে একটি গানও প্রকাশ করেছেন।

 

আপন দেশ/অর্পিতা

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়