Apan Desh | আপন দেশ

অভিনেতা অমিত হাসানের জন্মদিন 

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৩৬, ৯ সেপ্টেম্বর ২০২৪

অভিনেতা অমিত হাসানের জন্মদিন 

ফাইল ছবি

নায়ক কিংবা খলনায়ক দুই চরিত্রেই সমানভাবে জনপ্রিয়তা পেয়েছেন অমিত হাসান। সোমবার (৯ সেপ্টেম্বর) এ অভিনেতার জন্মদিন।  ১৯৬৮ সালের ৯ সেপ্টেম্বর টাঙ্গাইলের আদালতপাড়ায় জন্মগ্রহণ করেন অমিত হাসান। ঢাকাই সিনেমায় তিন দশক পার করেছেন এ অভিনেতা।

১৯৮৬ সালে ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতার মাধ্যমে তিনি চলচ্চিত্রে সম্পৃক্ত হন। ১৯৯০ সালে ছটকু আহমেদ পরিচালিত ‘চেতনা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে তার যাত্রা শুরু হয়। তবে একক নায়ক হিসেবে প্রথম অভিনয় করেন মনোয়ার খোকনের ‘জ্যোতি’ চলচ্চিত্রে।

১৯৯০ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি নায়ক হিসেবে অভিনয় করেছেন। নায়ক হিসেবে তার উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে শেষ ঠিকানা, তুমি শুধু তুমি, রঙিন উজান ভাটি, আশার প্রদীপ, বেঈমানী, ভালোবাসার ঘর, অন্যতম।

২০১২ সালে শাহীন-সুমন পরিচালিত ‌‘ভালোবাসার রঙ’ সিনেমার মাধ্যমে তিনি খলনায়ক হিসেবে অভিনয় শুরু করেন। এরপর আরো অনেক সিনেমায় খলচরিত্রে তাকে দেখা যায়।

অমিত হাসান ২০০৮ সালে প্রযোজকের খাতায় নাম লেখান এবং টেলিভিউ নামে একটি প্রযোজনা সংস্থা চালু করেন। এ সংস্থা থেকে তার প্রযোজিত প্রথম চলচ্চিত্র ‘কে আপন কে পর’।

আপন দেশ/কেএইচ
 
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়