ছবি: সংগৃহীত
ভুয়া খবর ছড়িয়ে সালমান খানের নামে শত শত টিকিট বিক্রি হয়েছে। খবর পেয়েই ভক্তদের সতর্কবার্তা দিয়েছেন সালমান নিজেই।
জানা যায়, আগামী ৫ অক্টোবর আমেরিকায় অনুষ্ঠান করতে যাচ্ছেন নায়ক। সে অনুষ্ঠানের নাম করেই টিকিট বিক্রিও শুরু হয়ে গিয়েছিল। অথচ সালমানের তেমন কোনো প্রোগ্রামই নেই সেখানে। আর এ ঘটনার কথা কানে যেতেই বিলম্ব না করে সবাইকে সাবধান করলেন সালমান। তার ব্যক্তিগত সহকারী জর্ডি প্যাটেলকে দিয়ে তিনি এ সতর্কবার্তা দেন।
ভাইজান তার ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, সালমান আমেরিকায় এ ধরনের কোনো অনুষ্ঠানে যোগ দেবেন না। এ খবর সম্পূর্ণ ভুয়া।
সালমানের নাম ভাঙিয়ে যে ব্যবসা হচ্ছে সে কথাও জানানো হয়েছে।
জর্ডি প্যাটেল একটি ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, খুব সাবধান! ভুলেও এ টিকিটগুলো কিনবেন না। জালিয়াতি হচ্ছে।
যদিও নায়ক এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি। কয়েকদিন আগে মুম্বাই ফিরেছেন অভিনেতা।
তারপরেই বলিউড অভিনেত্রী মালাইকার বাড়িতে যান সালমান। এক সপ্তাহ আগে অভিনেত্রীর বাড়িতে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে। মালাইকার সৎ বাবা অনিল মেহতা বাড়ির ছয়তলার ছাদ থেকে লাফ দিয়ে মারা যান।
আপন দেশ/অর্পিতা
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।