Apan Desh | আপন দেশ

২২ বছর পর অস্কারের মঞ্চে আমির খান

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫৫, ২৪ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১২:০৭, ২৪ সেপ্টেম্বর ২০২৪

২২ বছর পর অস্কারের মঞ্চে আমির খান

ছবি: সংগৃহীত

ভারতের চলচ্চিত্র জগতে আবারও নতুন গর্বের গল্প যোগ হতে চলেছে। বাঙালি লেখকের গল্পের ওপর ভিত্তি করে নির্মিত সিনেমা লাপতা লেডিজ। এটি আগামী বছরের ৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারে ভারতের পক্ষ থেকে বিদেশি ভাষার সিনেমা বিভাগে প্রতিযোগিতা করবে। 

কলকাতার আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত তথ্যে খবরটি নিশ্চিত করেছেন ছবিটির গল্পকার বিপ্লব গোস্বামী। তার মতে, এ অস্কার যাত্রা যেন এক বৃত্ত সম্পূর্ণ হওয়ার মতো।

আনন্দবাজার পত্রিকাকে বিপ্লব গোস্বামী জানান, সকাল থেকে প্রচুর ফোন কল আর শুভেচ্ছাবার্তা পেয়ে তিনি অভিভূত। এ খবরটি প্রথমে বিশ্বাস করতে একটু সময় লেগেছিল। তবে ধীরে ধীরে বাস্তবের সঙ্গে নিজেকে মানিয়ে নিচ্ছেন। বিপ্লব বলেন, প্রথম থেকেই আমি জানতাম আমার গল্পটি অন্য ধরনের। এটি বিশ্বমঞ্চেও জায়গা পাবে বলে মনে হয়েছিল। আজকের খবর শুনে ভাষা হারিয়ে ফেলেছি।

ছবিটির প্রযোজক আমির খান এবং পরিচালক কিরণ রাও। মজার বিষয় হল, ২২ বছর আগে আমির খান অভিনীত এবং কিরণ রাও পরিচালিত লগান। যা অস্কারের মঞ্চে ভারতকে গর্বিত করেছিল। এবারও তাদের যৌথ প্রয়াসেই লাপতা লেডিজ বিশ্বমঞ্চে পৌঁছাতে চলেছে। এ যেন একটি বৃত্ত সম্পূর্ণ হওয়ার ইঙ্গিত দেয়।

বাঙালির গর্বের আরও একটি অধ্যায় রচিত হলো অস্কারের মঞ্চে লাপতা লেডিজ়-এর মনোনয়ন দিয়ে। এর আগে ২০২২ সালে শৌনক সেনের তথ্যচিত্র অল দ্যাট ব্রিদস অস্কারে মনোনীত হয়। আর এবার বাংলার প্রতিনিধিত্ব করবে বিপ্লব গোস্বামীর লেখা কাহিনির ওপর ভিত্তি করে নির্মিত এ সিনেমা।

লগান-এর পর আবারও অস্কারের মঞ্চে আমির এবং কিরণের সাথে ভারতের প্রতিনিধিত্ব করবে লাপতা লেডিজ়। এখন দেখার বিষয়, অস্কারের মঞ্চে কত দূর এগোতে পারে এ সিনেমা।

আপন দেশ/অর্পিতা 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়