Apan Desh | আপন দেশ

জামিন পেলেন নাট্যনির্মাতা রিংকু

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৯, ২৬ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৮:০০, ২৬ সেপ্টেম্বর ২০২৪

জামিন পেলেন নাট্যনির্মাতা রিংকু

ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালে নাইমুর রহমান নামের শিক্ষার্থী হত্যা মামলায় নাট্যনির্মাতা রাফাত মজুমদার রিংকুর জামিন মঞ্জুর করেছেন আদালত। 

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজজামানের আদালত জামিন আবেদন মঞ্জুর করেন।

রিংকুর পক্ষে জামিন শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। শুনানি শেষে আদালত আদেশ অপেক্ষমাণ রাখেন। পরে জামিন দেন।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর রাতে রিংকুকে গ্রেফতার করে গুলশান থানা পুলিশ। পরদিন তাকে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। রিংকুর পক্ষে তার আইনজীবী জামিন আবেদন করেন। হত্যার সঙ্গে রিংকু জড়িত নন বলে দাবি করেন তার আইনজীবী।

প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিলের মাঝামাঝিতে বাংলাদেশের আইনে নিষিদ্ধ ‘ট্রান্সজেন্ডার’ ইস্যু নিয়ে ‘রূপান্তর’ নির্মাণ করে বিতর্কের সৃষ্টি করেছিলেন নির্মাতা রিংকু। ওই সময় অনেকেই তার এ কাজ নিয়ে সমালোচনা করেছিলেন। ফারহান আহমেদ জোভান অভিনীত এ নাটকটি নানা সমালোচনার মুখে একপর্যায়ে ইউটিউব থেকে সরিয়ে ফেলা হয়।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়