ছবি: সংগৃহীত
বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ নিউ কারেন্টস পুরস্কার জিতেছিল বাংলাদেশের সিনেমা বলী (দ্য রেসলার)। বুসানের ২৮তম উৎসবে এটি জায়গা করে নেয়। এবার কানাডায় মুক্তি পাচ্ছে ছবিটি।
সিনেমার পরিচালক ইকবাল হোসাইন চৌধুরী জানান, বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের ‘বলী’ খেলাকে কেন্দ্র করেই সিনেমার গল্প। সিনেমাটি কানাডায় সপ্তাহব্যাপী চলবে।
সে সময় ‘বলী’(দ্য রেসলার) সিনেমাটি সম্পর্কে বুসান উৎসবে নিউ কারেন্টস বিভাগের বিচারকদের পক্ষ থেকে বলা হয়েছিল, ইকবাল হোসাইন চৌধুরীর “দ্য রেসলার” ছবিটি যেন দুর্দান্ত এক সিঙ্গেল রাউন্ড ম্যাচ। যেখানে জাদুকরিভাবে গল্প বলা হয়েছে।
২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদানের ছবি ‘বলী’ (দ্য রেসলার)। ছবিটির প্রযোজক পিপলু আর খান। সহ-প্রযোজক হিসেবে আছেন সাইফুল আজিম ও গাউসুল আলম শাওন।
প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। সাগরপাড়ের এক খ্যাপাটে জেলের চরিত্রে দেখা গেছে তাকে। এ ছাড়া আরও অভিনয় করেছেন প্রিয়াম অর্চি, অ্যাঞ্জেল নূর, এ কে এম ইতমাম প্রমুখ।
আপন দেশ/কেএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।