ফাইল ছবি
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। উৎসব ঘিরে হিন্দু সম্প্রদায়ের মানুষজন মেতে উঠেছেন আনন্দ-উল্লাসে। ছুটে যাচ্ছেন বিভিন্ন পূজামণ্ডপে। দেখতে দেখতে ফুরিয়ে এসেছে উৎসবের দিনগুলো।
শনিবার (১২ অক্টোবর) মহানবমী। ১০৮টি নীলপদ্মে পূজা হবে দেবীদুর্গার। রোববার বিসর্জনের পর্ব। এর মধ্যদিয়ে শেষ হবে সবচেয়ে বড় এ উৎসবে। বিশেষ এ দিনগুলোতে মন ভালো নেই শোবিজের জনপ্রিয় দুই তারকা অপু বিশ্বাস ও পূজা চেরির।
এবারের পূজায় ঢাকাতেই আছেন অপু বিশ্বাস। তবে পূজা চেরি আছেন সিরাজগঞ্জে, শুটিংয়ে। দুই নায়িকারই মন থেকে হারিয়ে গেছে পূজার আনন্দ। কারণটি দুজনের মাতৃবিয়োগ।
অপুর কথায়, মা (শেফালী বিশ্বাস) নেই বলে পূজা এলে মনটা কালো মেঘের মতো অন্ধকার হয়ে যায়। নিজেকে খুব একা লাগে। মায়ের জন্য আজকের আমি। তার ভালোবাসা, আদর ও অনুপ্রেরণা ছিল বলেই এতদূর আসতে পেরেছি। সে মা নেই। তাকে ছাড়া পূজার আনন্দ কোনোদিন হবে না। মাকে প্রতিদিনই মনে পড়ে। তবে, পূজার সময় বেশি মনে পড়ে।
পূজা চেরির কথায়, সবাই জানেন, মা (ঝর্ণা রায়) আমার সঙ্গে নেই। তিনি মারা গেছেন ছয় মাস হতে চলেছে। গতবারও মা আমার সঙ্গে ছিলেন। বিভিন্ন পূজামণ্ডপে মা আমার হাত ধরে গেছেন। বিষয়টা এমন- আমি তার মা। ওই ব্যাপারটা আসলে রিকল হচ্ছে। এবার আসলে সেভাবে কোনো পরিকল্পনা নেই। নিজের জন্য একটা সুতাও কিনিনি। কিনবও না। কাজে ব্যস্ত থাকব।
মন খারাপ থাকলেও প্রার্থনার জন্য পূজামণ্ডপে গিয়েছেন দুই নায়িকা। উৎসবের দিনগুলো অপু কাটাচ্ছেন ছেলে জয়কে নিয়ে। আর পূজা ব্যস্ত আছেন শুটিংয়ের কাজে। শুটিং ইউনিটের সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন এ চিত্রনায়িকা।
আপন দেশ/কেএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।