Apan Desh | আপন দেশ

ইংরেজিতে গান গেয়ে ট্রলের শিকার ফারিণ

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:০১, ১৯ অক্টোবর ২০২৪

ইংরেজিতে গান গেয়ে ট্রলের শিকার ফারিণ

ফাইল ছবি

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন। অভিনয়ের পাশাপাশি গানের ভুবনেও তার বিচরণ। হানিফ সংকেতের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে সংগীতশিল্পী তাহসান খানের সঙ্গে গেয়েছেন তিনি। গানটি নিয়ে বেশ সাড়াও পেয়েছেন শ্রোতামহলে।

এবার আর মঞ্চে নয়, মাঝরাতে গান শোনালেন ফেসবুকে। তাও আবার ইংরেজিতে ল্যাবরিন্থের ‘জেলাসি’ গেয়ে প্রশংসা কুড়ালেন এই অভিনেত্রী।

শুক্রবার (১৯ অক্টোবর) মধ্যরাতের সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করলেন একটি সেল্ফমেড ভিডিও। যেখানে দেখা যাচ্ছে আলো-আঁধারি মেখে বিষণ্নমুখে আপন খেয়ালে অভিনেত্রী গাইছেন ‘জেলাস’ গানটি। মুহূর্তর মধ্যেই ভিডিওটি ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। গুরুত্বপূর্ণ বিষয়- গানটির সঙ্গে ফারিন লম্বা একটি বার্তা দিয়েছেন। জানালেন, উপলব্ধির কথা।

তাসনিয়া ফারিন বলেন, গান গাওয়া আমার জন্য এক ধরনের থেরাপি। যখনই মন খারাপ থাকে, এ ধরণের ধ্যানে মগ্ন হয়ে যাই।

অভিনেত্রী জানান, সাম্প্রতিক সময়ে তার জীবনে অনেক কিছুই ঘটেছে। সেসব বিশৃঙ্খলার মাঝে তিনি হারিয়ে ফেলেছিলেন তার সবচেয়ে মূল্যবান বন্ধু সংগীতকে। অভিনেত্রীর ভাষায়, সংগীত আমার সবচেয়ে মূল্যবান বন্ধু। যে সব সময়, ভালো-মন্দে, পাশে ছিল। এ মধ্যরাতের সেশন আবারও মনে করিয়ে দিলো, বেঁচে থাকার জন্য আমাকে গাইতেই হবে। আমি যেন মানুষের মতো চলতে-ফিরতে পারি, তার জন্য এই গানটা দরকার।

শেষ করলেন অন্যদের প্রতি কঠিন বার্তা দিয়ে। বললেন, জীবন যতই ব্যস্ত হয়ে উঠুক না কেন, সে জিনিসটাকে হারাতে দিও না, যেটা তোমাকে জীবিত রাখে।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়