Apan Desh | আপন দেশ

হাসিনার পদত্যাগপত্র কোথায় জানালেন ফারুকী

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৬, ২১ অক্টোবর ২০২৪

আপডেট: ২২:৩৩, ২১ অক্টোবর ২০২৪

হাসিনার পদত্যাগপত্র কোথায় জানালেন ফারুকী

ফাইল ছবি

শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে উত্তাল বাংলাদেশ। সম্প্রতি রাষ্ট্রপতি জানান, শেখ হাসিনার পদত্যাগপত্র সম্পর্কে তার কিছু জানা নেই। এসময় চলচ্চিত্রকার মোস্তফা সরয়ার ফারুকী জানালেন কোথায় সে পদত্যাগপত্র।

সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যায় ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন ফারুকী। তিনি পোস্টে লিখেন, খুনীর পদত্যাগপত্র লিপিবদ্ধ আছে শহীদের কবরফলকে।

সেখানে এক ব্যক্তি মন্তব্য করেছেন, অবৈধ প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র নিয়ে জল ঘোলা কারীদের শনাক্ত করা খুবই সহজ। কষ্ট করে পোস্টের রিয়্যাকশন চেক দিতে হবে শুধু।

গত শনিবার (১৯ অক্টোবর) পত্রিকার রাজনৈতিক ম্যাগাজিন সংস্করণ ‘জনতার চোখ’-এ সাক্ষাতকারটি প্রকাশিত হয়েছে।

‘উনি তো কিছুই বলে গেলেন না...’ শিরোনামে প্রকাশিত লেখায় মতিউর রহমান চৌধুরী উল্লেখ করেছেন, ‌ক্ষমতাচ্যুত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন কি করেন নি এইনিয়ে বিতর্ক এখনো জারি রয়েছে। হয়তো অনেক দিন থাকবে। সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় একাধিকবার দাবি করেছেন শেখ হাসিনা পদত্যাগ করেননি। সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান মিডিয়ার সামনে সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগের খবর জানিয়েছিলেন।

প্রশ্ন উঠেছে প্রধানমন্ত্রী যদি পদত্যাগ করে থাকেন তাহলে সেটা গেল কোথায়? কারও কাছে এ প্রশ্নের জবাব নেই।

তিন সপ্তাহ ধরে এইবিষয়ে অনুসন্ধান চালিয়েছেন বলে উল্লেখ করেন মতিউর রহমান চৌধুরী। প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদত্যাগপত্র থাকার কথা যে মন্ত্রিপরিষদ বিভাগে সেখানেও তিনি খোঁজ নিয়েছেন বলে জানিয়েছেন।

শেষ পর্যন্ত বঙ্গভবনে প্রেসিডেন্ট সাহাবুদ্দিনের মুখোমুখি হন মতিউর রহমান চৌধুরী।

আপনার কাছে কি সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগপত্রটা আছে? মতিউর রহমানের এমন প্রশ্নের জবাবে রাষ্ট্রপতি বলেন, ‌আমি শুনেছি তিনি পদত্যাগ করেছেন। কিন্তু আমার কাছে কোনো দালিলিক প্রমাণ নেই। বহু চেষ্টা করেও আমি ব্যর্থ হয়েছি। তিনি হয়তো সময় পাননি।

৫ আগস্ট ছাত্র-আন্দোলন ও গণবিক্ষোভের মুখে দেশত্যাগ করেন শেখ হাসিনা। সংবিধানের ৫৭ (ক) ধারা অনুযায়ী, প্রধানমন্ত্রী পদত্যাগ করলে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে। কিন্তু রাষ্ট্রপতি জানিয়েছেন, শেখ হাসিনার কোনো পদত্যাগপত্র তার কাছে নাই।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়