সেীদি সিনেমা হল
বিশ্বের অনেক দেশের আয়ের অন্যতম একটি খান চলচ্চিত্র। সৌদি আরবও যে সে পথেই হাঁটছে। এ বছরের প্রথম নয় মাসে দেশটিতে ৬৫৭ মিলিয়ন রিয়ালের সিনেমার টিকিট বিক্রি হয়েছে। সৌদি ফিল্ম কমিশন তথ্যটি নিশ্চিত করেছে।
গালফ নিউজ প্রতিবেদনে জানা যায়, ৫২টি সিনেমা গত সপ্তাহ পর্যন্ত আয় করেছে ১০.৭ মিলিয়ন রিয়াল। গত সপ্তাহে সৌদি আরব রাজ্যে বিক্রি হয়েছে ২ লক্ষ ২২ হাজার টিকিট। এর মাঝে ‘জোকার: ফোলি আ ডিউক্স’-এর টিকিটও আছে। আলোচিত এ সিনেমাটি সৌদি আরবে ভালো আয় করছে ।
সৌদি আরবের প্রধান এক্সিবিশন চেইনের প্রোডাকশন শাখার আর্টিস্টিক প্রোডাকশন ডিরেক্টর ফুয়াদ আল খাতিব জানিয়েছেন, ১১টি সৌদি ফিল্ম নির্মাণের চুক্তি সই করেছেন তারা। আর সে সিনেমাগুলো মুক্তি পাবে আগামী দুই বছর ধরে।
উল্লেখ্য, সৌদি আরবে সিনেমা প্রদর্শন বন্ধ ছিল প্রায় তিন যুগ। ২০১৮ সাল থেকে দেশটিতে পুনরায় সিনেমা প্রদর্শন শুরু হয়। এরপর থেকেই বাড়তে থাকে প্রেক্ষাগৃহের সংখ্যা বর্তমানে সৌদিতে ৬৬টি সিনেমা হল রয়েছে। ২২টি শহরে এসব হলের ৬১৮টি স্ক্রিনে সিনেমা দেখতে পারেন ৬৩ হাজারের বেশি দর্শক। সময়ের সঙ্গে চাঙ্গা হচ্ছে দেশটির চলচ্চিত্র খাত। অনেক বিদেশি নির্মাতারাও আগ্রহ বাড়ছে এ খাত ঘিরে।
আপন দেশ/কেএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।