লিয়াকত আলী লাকী। ফাইল ছবি
লিয়াকত আলী লাকীকে অবশেষে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি ছয় বছর ধরে এ পদে ছিলেন। শুক্রবার ফেডারেশনের নির্বাহী ও সাধারণ পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় লাকী ইনামকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে। নতুন একটি পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। যার নেতৃত্বে রয়েছেন অভিনেতা ও নির্দেশক মামুনুর রশীদ।
ফেডারেশনের পুনর্গঠনের কাজটি কতটা চ্যালেঞ্জের হবে প্রশ্নে মামুনুর রশীদ বলেন, কাজটি এত সহজ হবে না। আবার সবাই মিলে সহযোগিতা করলে কঠিনও হবে না। ফেডারেশনের যে প্রতিবাদী চরিত্র ছিল, তা ফিরিয়ে আনতে কাজ করব আমরা।
ফেডারেশনের ২৩২টি নাট্যসংস্থান এর মধ্যে ১৯১ প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন। মামুনুর রশীদ জানান, প্রথম সভায় চার সদস্য মনোনীত হয়েছে ও একজন নারী সদস্য যুক্ত হবে।
লিয়াকত আলী লাকী ২০১৮ সালে সভাপতি নির্বাচিত হন। তিনি তিন বছরের মেয়াদ শেষ না করেই সাড়ে ছয় বছর ধরে পদে ছিলেন। তার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও অগঠনতান্ত্রিক আচরণের অভিযোগ উঠেছিল। নাট্যকর্মীরা তার বিরুদ্ধে আন্দোলন করেছিলেন।
লাকী গত আগস্টে শিল্পকলার মহাপরিচালকের পদ ছাড়েন। তবে ফেডারেশন থেকে পদত্যাগ করেননি।
মামুনুর রশীদ বলেন, আহ্বায়ক কমিটি ফেডারেশনের গঠনতন্ত্র সংস্কারসহ বিভিন্ন সিদ্ধান্ত নিতে পারবে। তারা ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করবে। কমিটিতে রয়েছেন অধ্যাপক মলয় ভৌমিক, আহমেদ ইকবাল হায়দার ও নাদের চৌধুরী।
সভায় ঢাকা থিয়েটারের সদস্যপদ প্রত্যাহারের চিঠি গ্রহণ হয়নি। ফলে ঢাকা থিয়েটার ফেডারেশনের সদস্য হিসেবে বহাল রয়েছে।
নতুন নেতৃত্বের কারণে নাট্যজীবনে পরিবর্তন আসবে। এমন আশা প্রকাশ করেছেন নাট্যকর্মীরা।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।