Apan Desh | আপন দেশ

সোহরাওয়ার্দী উদ্যানে আজকের যাত্রাপালা আনার কলি

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০৮, ২ নভেম্বর ২০২৪

সোহরাওয়ার্দী উদ্যানে আজকের যাত্রাপালা আনার কলি

আনার কলি যাত্রা পালার খন্ডচিত্র

‘যদি তুমি ভয় পাও, তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে শুক্রবার (১ নভেম্বর) থেকে শুরু হয়েছে যাত্রা উৎসব ২০২৪। উৎসব চলবে ৭ নভেম্বর পর্যন্ত।  রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চে এ আসরের ব্যব্স্থাপনায় রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ। ৭ দিনব্যাপী এ আয়োজন সকলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। 

উৎসবে বাংলাদেশের নিবন্ধিত ৭টি যাত্রা দল প্রতিদিন একটি করে যাত্রাপালা পরিবেশন করবে। তারা জেলা  থেকে নিবন্ধিত। ঐতিহাসিক ও সামাজিক’ ঘটনা অবলম্বনে নির্মিত যাত্রাপালা প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত পালা পরিবেশিত হবে।  

৬ দিনের যা থাকছে:

শনিবার (২ নভেম্বর) নিউ শামীম নাট্য সংস্থা পরিবেশন করবে আনার কলি যাত্রা পালা। পালাকার-প্রসাদ কৃষ্ণ ভট্টচার্য। পালা নির্দেশক- শামীম খন্দকার।

আগামীকাল রোববার ( ৩ নভেম্বর) বঙ্গবাণী অপেরার যাত্রাপালা। পালাকার- রঞ্জন দেবনাথ, পালার নাম- মেঘে ঢাকা তারা; পালা নির্দেশক- মানস কুমার।

সোমবার (৪ নভেম্বর) পরিবেশনকারী দলের নাম- নর-নারায়ণ অপেরা, পালাকার-দেবন্দ্রনাথ, পালার নাম- লালন ফকির; পালা নির্দেশক- ব্রোজেন কুমার বিশ্বাস।

বন্ধু অপেরার যাত্রাপালা পরিশিত হবে মঙ্গলবার (৫ নভেম্বর)। পালাকার- শামসুল হক, পালার নাম- আপন দুলাল; পালা নির্দেশক- মনির হোসেন।

বুধবার (৬ নভেম্বর) শারমিন অপেরা পরিবেশন করবে যাত্রাপালা ফুলন দেবী। পালাকার-পুর্নেন্দু রায়, পালা নির্দেশক- শেখ রফিকুল।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) যাত্রাবন্ধু অপেরা মঞ্চস্থ করবে নবাব সিরাজউদ্দৌলা। পালাকার- শ্রী শচীননাথ সেন, পালা নির্দেশক- আবুল হাশেম।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়