Apan Desh | আপন দেশ

শিল্পকলার সামনে ছাত্র-জনতার বিক্ষোভ, প্রদর্শনী বাতিল

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৭, ২ নভেম্বর ২০২৪

আপডেট: ২১:১৪, ২ নভেম্বর ২০২৪

শিল্পকলার সামনে ছাত্র-জনতার বিক্ষোভ, প্রদর্শনী বাতিল

শিল্পকলা অ্যাকাডেমি অবরোধসহ বিক্ষোভ করেছে ছাত্র জনতা।

স্বৈরাচার আওয়ামী লীগের নানা অপকর্মের দোসর এহসান আজিজ বাবুর ‘দেশ নাটক’ মঞ্চায়নকালে শিল্পকলা অ্যাকাডেমি অবরোধসহ বিক্ষোভ করেছে ছাত্র জনতা।

শনিবার (২ নভেম্বর) সন্ধ্যায় অ্যাকাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে দেশ নাটকের "নিত্য পুরাণ" নাটক মঞ্চায়নের খবর পেয়ে ব্যানারসহ একাডেমির বাইরে অবস্থান নেয় তারা। এরপর দেশ নাটকের বিরুদ্ধে নানা স্লোগান দেয় ছাত্র জনতা। এ সময় নাট্যশালায় আগতদের প্রবেশে বাধা দেয়া হয়।

দেশ নাটকের অধিকর্তা এহসান আজিজ বাবুর ফেইসবুকে দেশবিরোধী নানা প্রচারণা ও বর্তমান সরকার প্রধানসহ অন্যান্য উপদেষ্টাদের ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ ও রাজাকার আখ্যা দেয়ার প্রতিবাদ জানায়। আগামী ২৪ ঘন্টার মধ্যে তাকে দল থেকে বহিষ্কার করে বিচারের আওতায় আনার দাবি জানান বিক্ষুব্ধরা।

শিল্পকলা অ্যাকাডেমিকে এ ধরণের দলকে হল বরাদ্দ দেয়া থেকে বিরত থাকার জন্য হুঁশিয়ারি উচ্চারণ করেন। তাদের অব্যাহত প্রতিবাদ, প্রবেশে বাধা দান ও বিচারের দাবির প্রেক্ষিতে একপর্যায়ে দেশ নাটকের দল প্রধান কামাল আহমেদ প্রতিবাদকারীদের সঙ্গে দেখা করেন। অধিকর্তা এহসান আজিজ বাবুকে ৩ দিনের মধ্যে বহিষ্কারের আশ্বাস দেন। পরে প্রতিবাদকারীরা সাময়িকভাবে তা মেনে নেয়। আজকের প্রদর্শনী বাতিলের দাবি জানায়। তারা একটি প্রতিবাদী ব্যানার জাতীয় নাট্যশালার গেটে ঝুলিয়ে দেয়। প্রতিবাদকারীরা এখনো প্রদর্শনী বাতিলের দাবীতে প্রতিবাদ অব্যাহত রেখেছে।

রাত ৯টায় শিল্পকলা অ্যাকাডেমি মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। তাদের শর্ত মেনে দেশ নাটকের প্রদর্শনী বাতিল করে। 

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়