
অভিনেত্রী মৌসুমি ও খল অভিনেতা মিশা সওদাগর। ফাইল ছবি
ঢাকাই সিনেমার দুই জনপ্রিয় তারকা মিশা সওদাগর ও মৌসুমী। তিন দশকেরও বেশি সময় ধরে তাদের সহশিল্পী থেকে বন্ধুত্বে রূপ নিয়েছে সম্পর্ক। তাদের সম্পর্কে কখনও চিড় ধরেনি। রোববার মৌসুমীর জন্মদিন উপলক্ষ্যে গণমাধ্যমের মুখোমুখি হন মিশা সওদাগর। সেখানে নিজের বন্ধুকে নিয়ে মন খুলে শোনালেন অজানা কিছু গল্প; সঙ্গে এও জানালেন, মৌসুমীর কাছে ঋণী হয়ে আছেন মিশা।
মৌসুমীকে নিয়ে মিশা বললেন, মৌসুমী যেমন সুন্দরী, তেমনি ওর মনটাও সুন্দর। শুধু তাই নয়, ওর মনটা অনেক নরম। ভালো একটা মনের অধিকারী মৌসুমী।
একসময় অভিনয়ের পাশাপাশি প্রযোজনায় নাম লেখান মিশা সওদাগর। প্রথম সিনেমায় অভিনয় করেন মান্না ও মৌসুমী। তখন প্রযোজক হিসেবে পারিশ্রমিক নিয়েও কখনও নায়িকার সঙ্গে জটিলতা বাধেনি বন্ধুত্বের খাতিরেই হয়তোবা মিটেছে অনেককিছু।
মিশা বলেন, সে সময়ে ছয় লাখ টাকা পারিশ্রমিক নিত মৌসুমী। কিন্তু আমি সে সময় জোর করে মৌসুমীকে নামমাত্র টাকা দিতে পেরেছিলাম। এমনকি কোনো কস্টিউম সে নেয়নি। নিজেই নিয়ে এসেছে। সময়মতো আমার শ্যুটিংয়ে এসেছে, শেষ করেছে। তাকে টাকা তো দিতেই পারিনি তখন, এমনকি এ নিয়ে সে কোনো দিন কোনো কথাও বলেনি।
বর্তমানে ‘বরবাদ’ সিনেমার শ্যুটিংয়ের কাজে ভারতে আছেন মিশা সওদাগর। সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন শাকিব খান। সিনেমার চরিত্রে নিয়ে এখনও তেমন কিছু বলতে চান না। এ খল অভিনেতা।
আপন দেশ/কেএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।