কাল পর্দা নামছে যাত্রা উৎসবের। ছবি: আপন দেশ
বাংলার চিরায়ত লোক সংস্কৃতির ঐতিহ্যবাহী যাত্রাপালাকে ধবংশের কবল থেকে রক্ষায় নিবন্ধনের মাধ্যমে যাত্রাদলকে তালিকাভুক্ত করার লক্ষ্যে শিল্পকলা একাডেমির আয়োজনে চলছে সপ্তাহব্যাপী যাত্রা উৎসব ২০২৪। প্রতিদিন সন্ধ্যা ছয়টায় সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চে পরিবেশিত হচ্ছে এ পালাগুলো৷ প্রতিদিন একটি করে সাতদিনের এ উৎসবে পরিবেশিত সাতটি যাত্রাপালা।
"যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তুমিই বাংলাদেশ" প্রতিপাদ্যে সাতদিনের যাত্রা উৎসবের পঞ্চম দিন ছিলো গতকাল মঙ্গলবার। এদিনের আসরে বন্ধু অপেরা পরিবেশন করে হৃদয় ছোঁয়া কাহিনীর পালা "আপন দুলাল। শামসুল হক পালাকারের এ যাত্রাপালাটির নির্দেশনায় ছিলেন মনির হোসেন।
ধর্মপুরের মহারাজ ধনপতি রায়ের দুই সন্তান আপন ও দুলাল। হাসি-খুশি ও সুখ-শান্তির মধ্য দিয়ে বেশ ভালোভাবেই চলছে রাজ্য। হঠাৎ একদিন মহারাণী অসুস্থ হয়ে পড়েন। তিনি ৩টি প্রতিজ্ঞায় আবদ্ধ করলেন সেনাপতি এবং মহারাজকে। তিনটি প্রতিজ্ঞার মুল কথা রানীর মৃত্যুর পর মহারাজ কখনো বিয়ে করতে পারবেন না। একথা বলে মহারাণী শেষ নিশ্বাস ত্যাগ করলেন। মৃত্যুর পূর্বে আপন ও দুলালকে তুলে দিলেন সেনাপতির হাতে। সেনাপতি ছিলেন মুসলিম এবং মন্ত্রী জংবাহাদুর হিন্দু। তার হাতে কেন দিলেন না, সে প্রতিহিংসার আগুনে জ্বলছে মন্ত্রী মহাশয়। সেনাপতি মহারানীর কথা রাখতে গিয়ে আপন ও দুলালকে লেখাপড়ার উদ্দেশ্যে শিক্ষাগুরুর বাড়িতে রেখে আসেন। কিন্তু দিন অতিবাহিত না হতেই চক্রান্ত করে মহারাজকে দ্বিতীয় বিয়ে করান। প্রাসাদে এলেন ‘সৎ মা’।
একদিন মহারাজ বললেন, গুরুদেবের বাড়ী হতে আপন এবং দুলালকে প্রাসাদে নিয়ে আসতে। মহারাজ হঠাৎ শিকারে বের হবেন। কারণ ছোট রানী হরিণের মাংস খেতে চেয়েছিলেন। আপন ও দুলাল শিকারে গেল। ফেরার পথে দুলালের জল পিপাসা পেল। আপন মায়ের কাছে জল আনতে গেলে রাণী ক্ষুদ্ধ হয়ে যান। মন্ত্রীকে ডেকে পরামর্শ করে আপন ও দুলালকে মিথ্যে অপরাধে ঘাতকের হাতে তুলে দিলেন। মহারাজ পুত্র শোকে তখন উন্মাদ। সেনাপতি ও মাস্টার আপন এবং দুলালকে অন্য রাজ্যে পাঠিয়ে দেয়। তারপর পথে যেতে যেতে দুই ভাই দুই দিকে হারিয়ে যায়। এদিকে, অনেক দিন পরে সোনাপুর নামে এক রাজ্যে আপন ও দুলাল একত্রিত হয়। ধনপতি মিরকাসেম এবং মাস্টার সবাই একসঙ্গে রাজ্যে ফিরে এসে তাহাদের রাজ্য উদ্ধার করেন। এভাবেই এগিয়ে যায় পালাটির কাহিনী।
আপন দেশ/কেএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।