Apan Desh | আপন দেশ

‘স্ট্যাটাস দেয়ার ৫ মিনিটে কল চলে আসতো’

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪:৩২, ১৩ নভেম্বর ২০২৪

আপডেট: ১৪:৩৪, ১৩ নভেম্বর ২০২৪

‘স্ট্যাটাস দেয়ার ৫ মিনিটে কল চলে আসতো’

অভিনেত্রী শবনম ফারিয়া। ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে মিডিয়ার অনেকেই সংহতি প্রকাশ করেছিলেন। তারমধ্যে ছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়াও। দেশকে নতুনভাবে গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। বিষয়টি নিয়ে এর আগে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন এ অভিনেত্রী।

সম্প্রতি ফেসবুকে তার একটি ভুয়া পোস্ট ভাইরাল হয়েছে। তিনি সেটা শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন।

যেখানে উল্লেখ করা হয়েছে যে, হাসিনা সরকার দেশ পরিচালনার সময় অভিনেত্রীকে কোনো পোস্ট ডিলিট করতে হয়নি। এ ঘটনার তিনদিন পরে ফারিয়া ভাইরাল হওয়া ভুয়া পোস্টের ব্যাখ্যা দিয়েছেন। পোস্ট দিয়ে তিনি জানান, গত ১৫ বছরে হাসিনা সরকার দেশ পরিচালনার সময় কয়েক হাজার পোস্ট ডিলিট করেছেন।

ভুয়া পোস্টের ছবি শেয়ার করে ফারিয়া লিখেছেন, আমি গত ৩ দিন ধরে জ্বরে আক্রান্ত। আমি কোনও স্ট্যাটাস পোস্ট করিনি কোনও বিষয়ে। বিশেষ ভাবে রাজনীতি বিষয়ক, এ পোস্ট সম্পূর্ণ এডিটেড। এইটার সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই।

গত ১৫ বছরে কয়েক হাজার পোস্ট ডিলিট করতে হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আপনাদের অবস্থা এত খারাপ যে এখন এডিট করে অন্যদের নামে পোস্ট চালায় নিজেদের কথা বলতে হচ্ছে।

আমি এ পোস্ট দিয়েছি ভেবে যারা খুশি তারা প্লিজ খুশি হইয়েন না। আবার লিখেছে ১৫ বছরে নাকি কোনও পোস্ট ডিলিট করতে হয় নাই। গত ১৫ বছরে কয়েক হাজার পোস্ট ডিলিট করতে হয়েছে।

সবশেষে অভিনেত্রী বলেন, স্ট্যাটাস দেয়ার ৫ মিনিটে কল চলে আসতো। আপা ডিলিট করেন, সমস্যা হবে। অন্যদের মতো তেল মারি নাই দেখে কোনো সুযোগ সুবিধাও পাই নাই। আমার আলোও আসে নাই। আর এমন কোনো স্টেটমেন্ট দিলে সেইটা রাখার সাহসও রাখি।

ফারিয়া টেলিভিশন বিজ্ঞাপনে কাজের মাধ্যমে মিডিয়া জগতে প্রবেশ করেন। এরপর ২০১৩ সালে তিনি ‘অল টাইম দৌড়ের উপর’ নাটকে অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ করেন।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়