Apan Desh | আপন দেশ

বান্ধবীর বাবার সঙ্গে প্রেম করিনি- শাওন

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:০৩, ১৩ নভেম্বর ২০২৪

আপডেট: ১৬:০৫, ১৩ নভেম্বর ২০২৪

বান্ধবীর বাবার সঙ্গে প্রেম করিনি- শাওন

কথা সাহিত্যিক-লেখক হুমায়ূন আহমেদ ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন। ফাইল ছবি

জনপ্রিয় কথা সাহিত্যিক-লেখক হুমায়ূন আহমেদ রয়ে গেছেন গান-নাটক আর হিমু-রুপাদের সংলাপে-সংগীতে। তার ৭৬তম জন্মবার্ষিকী আজ বুধবার (১৩ নভেম্বর)। বিশেষ দিনে উঠেছে অভিনেত্রী মেহের আফরোজ শাওনের প্রসঙ্গও। জীবনের শেষদিন পর্যন্ত নন্দিত লেখকের পাশে ছিলেন ছায়ার মত।

হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী মেহের আফরোজ শাওন। বাংলাদেশ টেলিভিশনের ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতার মাধ্যমে পরিচিতি পান শিশুশিল্পী হিসেবে। জনপ্রিয় এ ব্যক্তিত্ব একাধারে নৃত্যশিল্পী, অভিনেত্রী, সঙ্গীতশিল্পী, পরিচালক ও স্থপতি।

মেহের আফরোজ শাওনকে কিভাবে ভালোবাসার কথা বলেছিলেন জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ? এ বিষয় নিয়ে অভিনেত্রী নিজেই একটি সংবাদমাধ্যকে বলেছিলেন।

শাওন বলেন, ভালোবাসা নিবেদনে ‘উনি আমাকে বলেছিলেন, ‘গুহাচিত্র যারা আঁকতেন তাদেরও কাউকে লাগত ওই অন্ধকারে প্রদীপটা ধরে রাখার জন্য। যাতে সে চিত্রকর নিজের কাজটা করতে পারেন সুন্দরভাবে। তুমি কি আমার জন্য সে আলোটা ধরবে?

এ কথা শোনার পর মেহের আফরোজ শাওনের পৃথিবী এলোমেলো হয়ে যায়। নিশ্চুপ হয়ে যান কিছু দিনের জন্য। কোনো কথা বলেননি প্রিয় মানুষের সঙ্গে।

তবে সে প্রসঙ্গ না উঠিয়ে লেখক আবার কিছুদিন পর শাওনকে বলেন, সেন্ট মার্টিন দ্বীপে যদি একা চলে যাই, সব ছেড়ে? তুমি থাকবে? এ কথা শুনে এবার আর নিস্তব্ধ থাকেননি অভিনেত্রী। জবাবে তিনি বলেছিলেন, থাকব এবং সবসময় থাকব।

বিয়ে কিংবা তাদের প্রেমের গুঞ্জন ওঠার পর বেশ আলোচিত হয় এ সম্পর্ক। নেটিজেনরা বলেছিলেন মেয়ের বান্ধবীকেই বিয়ে করেছেন হুমায়ূন আহমেদ। এমন একটি কথা এখনও অবশ্য প্রচলিত আছে।

তবে এ বিষয়ে একটি অনুষ্ঠানে শাওন বলেন, বান্ধবীর বাবার সঙ্গে প্রেম করিনি। বন্ধুর মেয়ের সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছিল। হুমায়ূন আহমেদের কন্যা শীলা আহমেদ আমার বন্ধুর মেয়ে।

উল্লেখ্য, নৃত্যশিল্পী হিসেবে শাওন নতুন কুঁড়ি প্রতিযোগিতায় বিজয়ী হন। ১৯৯৬ সালে হুমায়ূন আহমেদের ‘নক্ষত্রের রাত’ ধারাবাহিক নাটকে অভিনয়ের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। অভিনয় জীবনে তিনি অনেক জনপ্রিয় নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেন। তার অভিনীত নাটক দর্শক মহলেও ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়