Apan Desh | আপন দেশ

কলকাতায় শুভ, দেশে ফিরছেন না দ্রুতই

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:২৫, ১৩ নভেম্বর ২০২৪

কলকাতায় শুভ, দেশে ফিরছেন না দ্রুতই

কলকাতায় শুভ, দেশে ফিরছেন না দ্রুতই। ফাইল ছবি

গণঅভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আড়ালে চলে যান ঢাকাই সিনেমার অভিনেতা আরিফিন শুভ। এ অভিনেতা সবশেষ ‘মুজিব একটি জাতির রূপকার’ সিনেমায় মুজিব চরিত্রে অভিনয় করেন। মাত্র এক টাকা পারিশ্রমিকে অভিনয় করে জয় করেন হাসিনার মন। বিনিময়ে পেয়ে যান রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্প থেকে সংরক্ষিত কোটায় প্লট বরাদ্দ।

তবে তাকে বরাদ্দ দেয়া সে ১০ কাঠার প্লটটি বাতিল করে রাজউক। এদিকে গণঅভ্যুত্থানের পর থেকে হাতে কোনো কাজ না থাকায় নিজেকে একেবারেই গুটিয়ে নিয়েছিলেন মিডিয়া থেকে। ভারতীয় একটি গণমাধ্যমের বরাতে এ অভিনেতার খোঁজ পাওয়া গেল। তিনি বর্তমানে কলকাতায় অবস্থান করছেন। সতর্কতার সঙ্গে গোপনে বাংলাদেশ ছেড়েছেন তিনি।

ভারতীর গণমাধ্যমটি জানায়, ভারতের নির্মাতা সৌমিক সেনের ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’র শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। প্রায় দশদিন ধরে চলা এ শুটিংয়ে কলকাতার অংশের কাজে যোগ দিয়েছেন শুভ। আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত সিরিজের শুটিং চলবে।

তবে বিভিন্ন সূত্র জানায়, কলকাতা থেকে শিগগিরই দেশে ফেরার সম্ভাবনা নেই আরিফিন শুভর। সিরিজের কাজ শেষ করে সেখানেই আরও কিছুদিন অবস্থান করবেন তিনি। এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘নূর’ ও ‘নীলচক্র’ নামে দুটি সিনেমা।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়