জুলাই অভ্যুত্থানের স্মৃতিতে আসছে ‘লাল মজলুম’। ছবি: আপন দেশ
জুলাই গণ-অভ্যুত্থানের রক্তাক্ত স্মৃতিসহ গণমানুষের নির্যাতন, সংগ্রাম ও গণ-অভ্যুত্থানের স্মৃতি পুনঃসৃজন করতে রাজধানীর রাজপথে আসছে গণ-অর্থায়নে নির্মিত রাজপথ-গণপরিবেশনা ‘লাল মজলুম’। শনিবার বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের রাজু ভাস্কর্য থেকে গণপরিবেশনাটি শুরু হবে। রাজু ভাস্কর্য থেকে খণ্ড খণ্ডভাবে ঢাবি মসজিদ ও চারুকলার সামনে দিয়ে শাহবাগে একটি গণঅধিবেশনের মধ্য দিয়ে পরিবেশনাটি শেষ হবে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় এ আয়োজনের সঙ্গে সংশ্লিষ্টরা।
এতে থাকছে পোস্টারনাটক, ইনস্টলেশন, পারফরম্যান্স আর্ট ও গণ সংলাপ। এতে অংশ নেবে বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাংস্কৃতিক সংগঠনগুলির শিল্পী ও কর্মীরা।
ভাবনা, পরিকল্পনা ও নির্দেশনায় থাকছেন আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের শিক্ষক ড. শাহমান মৈশান। এতে বক্তৃতা করেন শাহমান মৈশান, বিথী ঘোষ, রহমান মুফিজ, বাকী বিল্লাহ, কৌশিক আহমেদ প্রমুখ।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন “লাল মজলুম” একদিকে শিক্ষার্থী-শ্রমিক জনতার জুলাই অভ্যুত্থানের রক্তাক্ত স্মৃতি যেমন পুনঃসৃজন করে, তেমনি এ জনপদে ইতিহাসের বিভিন্ন চিরায়ত অভ্যুত্থানকেও একসূত্রে গ্রথিত করে। অন্যদিকে, বর্তমানের রাজনৈতিক-সামাজিক জটিল সংকটগুলিকেও সাংস্কৃতিক শিল্পভাষার নিরিখে তুলে ধরে। আবার বর্তমানের রাজনৈতিক-সামাজিক জটিল সংকটগুলিকেও সাংস্কৃতিক শিল্পভাষার নিরিখে তুলে ধরে।
আপন দেশ/কেএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।